Breaking News

‘দিদির সুরক্ষা কবচ’-কর্মসূচির থিম সং উদ্বোধন তৃণমূলের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-এবার ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচির থিম সং-এর উদ্বোধন করল তৃণমূল কংগ্রেস। রবিবার তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষ, আইটি সেল ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের উপস্থিতিতে থিম সংটি প্রকাশ করা হয়।‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচির মাধ্যমে কীভাবে রাজ্যবাসীকে আগলে রাখতে চান মুখ্যমন্ত্রী, তা গানের প্রথম কটি লাইনেই বেশ স্পষ্ট। তবে এই প্রথমবার নয়। এর আগেও একাধিকবার গান প্রকাশ করেছে তৃণমূল। ‘বদলা নয় বদল চাই’, ‘গ্রামে গ্রামে ফুটছে উন্নয়নের ফুল’ গানগুলি যথেষ্ট জনপ্রিয়। আবার ‘খেলা হবে’ নিয়ে নতুন করে কিছু বলারই অপেক্ষা রাখে না। একসময় সকলের মুখে মুখে ফিরেছে ওই গান। সদ্য আত্মপ্রকাশ করা ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচির থিম সং ঘিরেও উন্মাদনা তুঙ্গে। ইউটিউবে হু হু করে বাড়ছে গানটি ভিউ।

শেয়ারও করছেন অনেকেই।উল্লেখ্য, গত ২ জানুয়ারি ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচির উদ্বোধন হয়। তারপর হাতে কলমে সেই কর্মসূচি শিখিয়ে দেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। তিনি জানান, কর্মসূচির দু’টি পর্যায়। এক, অঞ্চলে বা নগরে একদিন এবং দুই, দিদির দূত। গোটা প্রক্রিয়াই পরিচালনার গুরুদায়িত্ব ৩২০ জন নেতা ও সাড়ে ৩ লক্ষ কর্মীর উপর দিয়েছে তৃণমূল। ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচির প্রথম পর্যায় ‘অঞ্চলে বা নগরে একদিন’। ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচির দ্বিতীয় পর্যায় ‘দিদির দূত’। নগরে একদিন কর্মসূচির পরদিন থেকেই ওই এলাকায় যাচ্ছেন ‘দিদির দূত’রা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *