Breaking News

বিজেপির প্রার্থী হতে চেয়ে এক মাসে ৩ হাজার আবেদন জমা গেরুয়া শিবিরের ড্রপ বক্সে!বৃহস্পতিবার থেকে শুরু তা খতিয়ে দেখবার কাজ

দেবরীনা মণ্ডল সাহা :- বিধানসভা নির্বাচনের আগে বিজেপির প্রার্থী যারা হতে চায় সেই নিয়ে এক অভিনব উদ্যোগ নিয়েছিলো গেরুয়া শিবির | আর তাতেই শয়ে শয়ে নাম জমা পড়েছে | প্রসঙ্গত, গত ডিসেম্বরের শেষ সপ্তাহে মুরলীধর সেন লেনে বিজেপির রাজ্য দফতরে একটি ড্রপবক্স বসানো হয় | বলা হয়েছিল, যাঁরা একুশের বিধানসভা ভোটে বিজেপির প্রার্থী হতে চান তাঁরা যেন এই বাক্সে জীবনপঞ্জী জমা দেন | এক মাস পর ড্রপবক্স খুলে দেখা গিয়েছে ৩,০০০ এর বেশি আবেদনপত্র সেখানে জমা পড়েছে | বৃহস্পতিবার থেকেই শুরু হবে সেই আবেদনপত্র খতিয়ে দেখার কাজ| কারা প্রার্থী হতে চাইছেন, কতদিন ধরে তাঁরা বিজেপি-র সঙ্গে যুক্ত বা আদৌ তাঁদের রাজনীতির অভিজ্ঞতা রয়েছে কি না, তাঁদের পরিবারের কেউ রাজনীতি করেন কি না সেই সব বিষয় খতিয়ে দেখা হবে | এর পর সেসব তথ্য যাবে দিল্লিতে | যদিও এই প্রথমবার নয়, এর আগে লোকসভা ভোটেও এমনই উদ্যোগ নিয়েছিল বঙ্গ গেরুয়া শিবির| তবে সে সময় আসন সংখ্যা মাত্র ৪২টি থাকায় বাছাইয়ে সমস্যা হয়েছিল | এবার আসনও ২৯৪টি। ফলে ড্রপবক্স থেকে প্রার্থী বাছতে খুব একটা অসুবিধা হবে না বলে মনে করছে রাজনৈতিক মহল |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *