দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এবার থেকে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাবে মাত্র ৪ ঘণ্টায়। এমনই জানালেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী মঙ্গলবার হাওড়ার সাঁতরাগাছিতে সরকারি অনুষ্ঠানে যোগদান করে পরিবহণ দফতরের নতুন উদ্যোগের কথা জানান তিনি। বলেন, ড্রাইভিং লাইসেন্স হাতে পেতে অপেক্ষার দিন শেষ হতে চলেছে। খুব তাড়াতাড়ি লাইসেন্স পাওয়া যাবে প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়ার ৪ ঘণ্টার মধ্যে।এদিন হাওড়ার ওই অনুষ্ঠানে এসে পরিবহণ মন্ত্রীর ঘোষণা অনুযায়ী,”নতুন নিয়মে অনলাইন পদ্ধতির মাধ্যমে যে কেউ লাইসেন্সের আবেদন করতে পারবেন। আবেদন করার তালিকা অনুযায়ী, তাঁকে পরীক্ষার জন্য ডাকা হবে। পরীক্ষা দেওয়ার পর ৪ ঘণ্টার মধ্যে তাঁর হাতে ড্রাইভিং লাইসেন্স তুলে দেওয়া হবে। পাশাপাশি, আবেদন করার পরই তাঁর মোবাইলে মেসেজ করে তাঁর আবেদন পত্র জমা হওয়ার বার্তা দেওয়া হবে।” একইসঙ্গে স্লেহাশীষ চক্রবর্তী জানিয়েছেন, লাইসেন্স হাতে না পাওয়া অবধি ওই মেসেজ দেখিয়েই সেই ব্যক্তি গাড়ি চালাতে পারবেন। এই মর্মে কলকাতা ও রাজ্য পুলিশকেও বিষয়টি নিয়ে অবগত করা হবে বলেও জানান পরিবহণ মন্ত্রী।
অতএব লাইসেন্স পাওয়ার ব্যবস্থা আরও সরলীকরণ হল। কলকাতা ও রাজ্য পুলিশকেও শীঘ্র বিষয়টি নিয়ে অবগত করা হবে বলে জানানো হয়েছে। মন্ত্রী জানান, রাজ্যের সমস্ত আরটিওকে নির্দেশ দেওয়া হয়েছে ১৫ বছরের উপরে গাড়িগুলোকে বাতিল করার জন্য। বাতিল হওয়া গাড়িগুলো কাটাই হবে। এর জন্য প্রতিটি জেলাতে স্ক্র্যাপ গ্রাউন্ড তৈরি করা হবে। ওই স্ক্র্যাপ গ্রাউন্ডে বাণিজ্যিক গাড়ি জমা দিলে গাড়ির মালিক বৈধ কাগজ পাবেন। সেক্ষেত্রে তাঁর জন্য নির্দিষ্ট রুট পারমিট দিয়ে সে পুনরায় নতুন গাড়ি কিনতে পারবেন। পাশাপাশি পছন্দের নম্বর নেওয়ার ক্ষেত্রে গাড়ি কেনার আগে থেকে আবেদন করা যাবে।