দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ঝালদা পুরসভার কাউন্সিলর পিন্টু চন্দ্রের বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বুধবার এই মামলার শুনানিতে বিচারপতি রাজশেখর মান্থার কোনও প্রশ্নেরই জবাব দিতে পারেননি ঝালদা থানার ওসি। এর পর ওই মামলা খারিজের নির্দেশ দেন বিচারপতি।ঘটনার সূত্রপাত বেশ কয়েক মাস আগে। ঝালদা পুরসভায় তৃণমূলের বিরুদ্ধে অনাস্থা এনেছিল কাউন্সিলর পিন্টু চন্দের দল কংগ্রেস।
এরপরই পুরনো মামলায় সাক্ষী হিসেবে পিন্টুকে তলব করা হয় ঝালদা থানায়। তিনি হাজিরা দেননি বলেই জানা যায়। পরবর্তীতে পিন্টু চন্দকে পুলিশ ফেরার অপরাধী ঘোষণার আরজি জানায় পুরুলিয়া আদালতে। এরপরই পালটা হাই কোর্টের দারস্থ হয়েছিলেন পিন্টু।পুলিশের পদক্ষেপকে চ্যালেঞ্জ করে গত ৩ নভেম্বর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন পিন্টু চন্দ্র। সেই মামলার শুনানি ছিল বুধবার। এদিন এজলাসে বিচারপতি রাজশেখর মান্থা ঝালদা থানার ওসির কাছে জানতে চান, ঘটনার দিন তো পিন্টুবাবু সিবিআই দফতরে ছিলেন। সিসিটিভি ফুটেজে ইতিমধ্যে তা প্রমাণিত। তাহলে তাঁর কাছ থেকে পুলিশ বাজি উদ্ধার করল কী করে? এই প্রশ্নের কোনও জবাব দিতে পারেননি ওসি। এর পরই পিন্টু চন্দ্রের বিরুদ্ধে পুলিশের দায়ের করা এফআইআর খারিজের নির্দেশ দেন বিচারপতি।কংগ্রেসের দাবি, ঝালদা পুরসভা দখলে রাখতে কংগ্রেসি ও নির্দল কাউন্সিলরদের নানা ভাবে বিব্রত করছে পুলিশ ও তৃণমূল। কখনও তাদের হুমকি দেওয়া হচ্ছে। কখনও পুরনো মামলায় তাদের তলব করছে পুলিশ।