Breaking News

ফেব্রুয়ারিতেই বঙ্গ সফরে আসতে পারেন অমিত শাহ! টার্গেট বিজেপির সাংগঠনিক ভিতকে মজবুত করা

প্রসেনজিৎ ধর, কলকাতা :-চলতি ফেব্রুয়ারি মাসে বঙ্গ সফরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । আগামী লোকসভা নির্বাচন ও পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে ঘুঁটি সাজাতে বিজেপির অন্যতম শীর্ষ নেতার বঙ্গ সফর বলে সূত্রের খবর।বিজেপি সূত্রের খবর, আগামী ১১ ফেব্রুয়ারি রাতে কলকাতায় আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেদিন শহরের এক হোটেলে থাকবেন তিনি। ১২ তারিখ সকালে দলের নেতাদের সাথে বৈঠক করবেন শাহ। দলের সংগঠনে খামতি এবং গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি উঠে আসতে পারে তাঁর বৈঠকে।রাজ্য নেতাদের সঙ্গে শুধু বৈঠক নয়, ওইদিন বেশ কয়েকটি জনসভা করার কথা রয়েছে অমিত শাহের। সূত্রের খবর, সবার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সভা করবেন অনুব্রতহীন বীরভূমে। ১২ তারিখে ১১ টার সময় সিউড়িতে বক্তব্য রাখবেন তিনি। সিউড়ির সভার পর দুপুরে আরামবাগে সভা করবেন শাহ। সেখানে সভা শেষে জেলা নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

সাংগঠনিক বিষয়ে বর্তমানে নেতাদের কী চিন্তাভাবনা তা জানার চেষ্টা করবেন শাহ।আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনে আসন পেতে মরিয়া বিজেপি। ইতিমধ্যে রাজ্যনেতাদের টার্গেট বেঁধে দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। বাংলা থেকে ২৪ আসনে জয়ী হতে হবে বলে লক্ষ্যমাত্রা দিয়েছেন শাহ-নাড্ডারা। সেই আবহে জেপি নাড্ডার পর এবার রাজ্যে আসছেন অমিত শাহ। বিজেপি সূত্রের খবর, বাংলায় আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। বাংলা জুড়ে মোট ১৪ টি সভা করার কথা রয়েছে তাঁর। এছাড়া ২০২৪-এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও বেশ কয়েকবার রাজ্যে আসবেন বলে জানা গিয়েছে। বিজেপি সূত্রের খবর, রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্র নিয়ে মোট ১৪টি ক্লাস্টার তৈরি করা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *