দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- মাছে-ভাতে বাঙালি’-কে নিয়ে বিদ্বেষমূলক মন্তব্যের জেরে অভিনেতা পরেশ রাওয়ালের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল কলকাতা পুলিশ। সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের দায়ের করা এফআইআর -এর ভিত্তিতে থানায় তাঁকে হাজিরা নোটিস পাঠানো হয়েছিল। প্রথমটায় হাজিরা এড়িয়েছিলেন ‘হেরা ফেরি’ খ্যাত অভিনেতা। এবার তিনি আদালতের দ্বারস্থ হলেন। তালতলা থানার হাজিরার নোটিসকে চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি।গত ১ ডিসেম্বরে গুজরাতে ভোটপ্রচারে এক সভায় বিজেপি নেতা পরেশ রাওয়াল বলেন, ‘গ্যাস সিলিন্ডারের দাম বাড়লে তা আবারও সস্তা হয়ে যাবে। যদি মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায়, তা কমে যাবে। মানুষ চাকরিও পাবেন। মুদ্রাস্ফীতির সমস্যা গুজরাটের মানুষ সহ্য করতে পারে। কিন্তু, যদি দিল্লির মতো রোহিঙ্গা ও বাংলাদেশিরা আপনার বাড়ির পাশে থাকতে শুরু করে, তাহলে গ্যাস সিলিন্ডার দিয়ে কী হবে? বাঙালিদের জন্য মাছ রান্না করবেন? ’ বাঙালিদের নিয়ে এই মন্তব্যের জন্য দেশ জুড়ে বিতর্ক শুরু হয়। বিতর্কের মুখে সাফাই দিয়ে পরেশ রাওয়াল বলেন, ‘গুজরাতিরাও মাছ রান্না করে খায়। কিন্তু বাঙালি বলতে এখানে আমি অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের বুঝিয়েছি এটা স্পষ্ট করতে চাই। তার পরেও বলছি, যদি কারও অনুভূতিকে আহত করে থাকি তাহলে ক্ষমা চাইছি।’
যদিও পরেশ রাওয়ালের বক্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে পরদিনই স্বতঃপ্রণোদিত মামলা করে কলকাতা পুলিশ। অভিযোগ দায়ের করেন কলকাতা পুলিশ। সেই অভিযোগের ভিত্তিতে গত ১২ ডিসেম্বর সমন জারি করে লালবাজার। তবে হাজিরা দেননি পরেশ রাওয়াল। বদলে আরও ৬ সপ্তাহ সময় চেয়ে নেন তিনি। এরই মধ্যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে কলকাতা পুলিশের সমনকে চ্যালেঞ্জ করলেন তিনি।
Hindustan TV Bangla Bengali News Portal