দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কলকাতা হাইকোর্টে স্বস্তি শুভেন্দু অধিকারীর। তাঁকে পাঠানো শিশু সুরক্ষা কমিশনের শোকজ নোটিসে আপাতত অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল আদালত। তিন সপ্তাহ পর এই মর্মে ফের একবার শুনানি হবে কলকাতা হাইকোর্টে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছেলের জন্মদিনে করা একটি টুইটকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়। এরপরই তাঁর বিরুদ্ধে প্রথম এফআইআর দায়ের করা হয়। বিষয় গড়ায় শিশু সুরক্ষা কমিশন পর্যন্ত। প্রসঙ্গত, গত বুধবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মামলার শুনানিতে বিচারপতি মৌসুমি ভট্টাচার্য তাঁর পর্যবেক্ষণ জানান, যে ট্যুইটের বিরোধিতা করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে, সেখানে ‘কয়লা ভাইপো’র কথা বলা হয়েছে! ইনি কে? তা জানতে চান বিচারপতি। তিনি বলেন, “মামলকারী তো তাঁর ট্যুইটে কারও নাম ব্যবহার করেননি।”অভিযোগ, বিতর্কিত ট্যুইটে ‘লেডি কিম’ শব্দবন্ধ ব্যবহার করেছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা। এদিন শুনানি চলাকালীন বিচারপতি ভট্টাচার্য বলেন, “লেডি কিম! তিনি কে? কিম জন উন উত্তর কোরিয়ার শাসক বলে জানি। তাঁকেই কী বলা হয়েছে? না কী মজা ছিল?”শিশু সুরক্ষা কমিশনের শোকজ নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলার ভিত্তিতে শুনানি হয় কলকাতা হাইকোর্টে। চাইল্ড রাইটস কমিশনের নোটিস চ্যালেঞ্জ মামলায় শুভেন্দুর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বলেন, “মামলাকারী একজন জনপ্রতিনিধি। তিনি বিরোধী দলনেতাও। তিনি একটি টুইট করেন এবং তার পরিপ্রেক্ষিতে শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে নোটিস পাঠানো হয়।”
এরপর বিচারপতি মৌসুমী ভট্টাচার্য বলেন, “এই ‘টুইট এবং অভিযোগের ভিত্তিটা কী?” জবাবে আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বলেন, “সেটা আমাদেরও প্রশ্ন।” বিচারপতি আরও প্রশ্ন করেন, “কে কয়লা ভাইপো? কাকে বলা হয়েছে? লেডি কিমটাই বা কে? অভিযোগকারী শিল্পা দাস কে?” শুভেন্দু অধিকারী শোকজের উত্তর দিয়েছিলেন কি না জানতে চান বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। জবাবে শুভেন্দু অধিকারীর অপর আইনজীবী সৌম্য মজুমদার জানান, শোকজের উত্তর দেওয়া হয়েছিল। ১৮ বছরের কম বয়সী কোনও কারও সম্পর্কে এমন মন্তব্য করা হয়েছে কি না, তা নিয়েও শিশু সুরক্ষা কমিশনে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে বলে জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতার আইনজীবী।
Hindustan TV Bangla Bengali News Portal