Breaking News

বাংলাদেশ থেকে জাল নোট পাচার!বিপুল পরিমাণ জালনোট উদ্ধার করল শুল্ক দফতর

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ জালনোট পাচার হয়ে এদেশে ঢুকে পড়েছিল। এই খবর পেয়ে উত্তর ২৪ পরগণার বিরাটি থেকে ২৪ লক্ষ টাকারও বেশি জালনোট উদ্ধার করল শুল্ক দফতর। গোয়েন্দারা এই জালনোট–সহ একজনকে গ্রেফতার করেছেন। যশোর রোডের উপর থেকে জালনোট–সহ এক ব্যক্তিকে পাকড়াও করে শুল্ক দফতর। গাড়ি আটকে তল্লাশি চালিয়ে প্রায় ২৪ লক্ষ ২১ হাজার টাকার জালনোটের হদিশ মেলে। সূত্র মারফত খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধেয় বিমানবন্দর থেকে শুল্ক দপ্তরের পি এন্ড আই (সদর)-এর গোয়েন্দারা সাদ্দামের পিছু নেন। পাচারের আগেই তার ব্যাগ থেকে দু’হাজার ও ৫০০ টাকার প্রায় ২৪ লক্ষ ২১ হাজার টাকার জাল নোট উদ্ধার হয়। সূত্রের খবর, এই জাল নোট চক্রের এক মাথা দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরের বাসিন্দা। সে এজেন্ট মারফত, আবার কখনও বা নিজেই বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ বা রাজশাহী থেকে জাল নোট নিয়ে বারুইপুরে আসে।শুল্ক দফতর সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম শেখ সাদ্দাম। সে উত্তর কলকাতার রাজাবাজার এলাকার বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে এদিন বিরাটি সংলগ্ন যশোর রোডে একটি গাড়ি আটকে তল্লাশি চালানো হয়।

তখনই প্রায় ২৪ লক্ষ ২১ হাজার টাকার টাকার জালনোটের হদিশ মেলে। গাড়িতে থাকা ওই ব্যক্তিকে আটক করা হয়। সব দু’‌হাজার ও পাঁচশো টাকার জালনোট উদ্ধার হয়েছে। ওই টাকা কোথা থেকে নিয়ে আসা হচ্ছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, সমস্ত বিষয়ে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে শুল্ক দফতরের অফিসাররা।আগাম খবরের ভিত্তিতে বিমানবন্দর থেকে শুল্ক দফতরের পি অ্যান্ড আই–এর (সদর) গোয়েন্দারা সাদ্দামের পিছু নেন। জালনোট পাচারের আগেই তার ব্যাগ থেকে দু’হাজার এবং ৫০০ টাকার প্রায় ২৪ লক্ষ ২১ হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়। এই জাল নোট চক্রের এক মাথা দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের বাসিন্দা। সে এজেন্ট মারফত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ বা রাজশাহী থেকে জাল নোট নিয়ে বারুইপুরে আসে। ওই ব্যক্তির সঙ্গে আর কেউ রয়েছে না কি ওই ব্যক্তি একাই এই জালনোটের কারবার চালাচ্ছিল সমস্ত কিছু জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। তবে বাংলাদেশ সীমান্ত দিয়ে এই জালনোট শহরে নিয়ে আসা হয়েছে বলে মনে করছেন শুল্ক দফতরের অফিসাররা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *