Breaking News

‘বিজেপি মুসলিম বিরোধী নয়, ভাইবোনেরা ভাল থাকুন’,সংখ্যালঘুদের প্রসঙ্গে মন্তব্য মিঠুনের!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- শুক্রবার সকালের বিমানে ত্রিপুরার উদ্দেশ্য রওনা দিলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। ত্রিপুরার উদ্দেশ্য রওনা দেওয়ার আগে সংখ্যালঘুদের প্রসঙ্গে মন্তব্য করলেন তিনি |বললেন, “বিজেপি কোনওদিনই মুসলিম বিরোধী নয়, আমি চাই আমার মুসলিম ভাইবোনেরা ভাল থাকুক।”শুক্রবার সকালে ত্রিপুরার উদ্দেশে রওনা দিলেন মিঠুন চক্রবর্তী, দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারী। সেখানে তাঁদের একাধিক কর্মসূচি রয়েছে।

ত্রিপুরা যাওয়ার আগেই মিঠুন চক্রবর্তীর মুখে শোনা গেল মুসলিম সম্প্রদায়ের কথা। বিজেপির নয়া স্ট্র্যাটেজি কি সংখ্যালঘু ভোট নিজেদের দিকে নেওয়া?এই প্রশ্ন করা হলে মিঠুন বলেন, “আবার কেন বলছেন? বিজেপি কবে সংখ্যালঘু বিরোধি ছিল? ন্যারেটিভ তৈরি করা হয়েছিল। বিজেপি মানেই সংখ্যালঘু বিরোধি, এরকম ইমেজ তৈরি করা হয়েছিল। এটা বলে মার্কেটে ছাড়া হয়েছিল। এই সমস্ত ভুল কথা। বিজেপি মুসলিমদের বিরোধী নয়। আমরা এখন পর্যন্ত হিন্দুস্তানি মুসলিমদের জন্য চিন্তিত। পশ্চিমবঙ্গের মুসলমান ভাই বোনরা ভালো থাকুক, আমার এটাই চাই।”এছাড়াও ত্রিপুরায় কেমন ফলের আশা হবে প্রসঙ্গে তিনি জানান, “এটা আগাম বলা সম্ভব নয়। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা পালন করতে যাচ্ছি।”এদিকে উত্তর-পূর্ব ভারতের যে তিন রাজ্যে নির্বাচন রয়েছে তার মধ্যে দুটি রাজ্যকে পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেস । ত্রিপুরা ও মেঘালয়ে এবার ভাল ফল করার ব্যাপারে বেশ আশাবাদী জোড়াফুল শিবির।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *