দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দমদম নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে উদ্ধার হল গুলি। শুক্রবার সন্ধ্যায়, বিমানে ওঠার আগে নিরাপত্তা পরীক্ষার সময় গালিব নামে ওই ব্যক্তির কাছ থেকে ৪ রাউন্ড গুলি উদ্ধার করে সিআইএসএফ | এরপর ওই যাত্রীকে গ্রেফতার করে বিমানবন্দর থানার হাতে তুলে দেওয়া হয়।জানা গিয়েছে, বিহার থেকে মাকে নিয়ে কলকাতা এসেছিলেন ওই যুবক। গন্তব্য ছিল ব্যাঙ্গালোর। গত শুক্রবার সন্ধ্যায় এয়ার এশিয়ার বিমানে কলকাতায় অবতরণ করেছিলেন তাঁরা। তখনই বোর্ডিংয়ের আগে চেকিংয়ের সময় দেখা যায়, ওই যুবকের হ্যান্ড ব্যাগে আছে ৭.৫৬ ক্যালিবারের ৪ রাউন্ড কার্তুজ। এরপরেই কার্তুজগুলি বাজেয়াপ্ত করা হয় এবং আটক করা হয় ওই যুবককে। শুরু হয় জিজ্ঞাসাবাদ। তবে কোনও সদুত্তর মেলেনি।সিআইএসএফ ওই যুবককে তুলে দেয় এনএসসিবিআই থানার হাতে। পুলিশ জিজ্ঞাসাবাদ করা শুরু করে। সেখানেও যুবকের বয়ানে ছিল ‘ধোঁয়াশা’। এরপরেই তাঁকে গ্রেফতার করে পুলিশ।
খতিয়ে দেখা হচ্ছে, কী কারণে ৪ রাউন্ড কার্তুজ নিয়ে যাচ্ছিলেন যুবক। দেখা হচ্ছে এই ঘটনায় আরও কে বা কারা জড়িত। তদন্ত করে দেখা হচ্ছে জঙ্গি যোগ আছে কি না, সেই বিষয়ও। ধৃতকে আজ, শনিবার ব্যারাকপুর আদালতে পেশ।উল্লেখ্য, এই ঘটনার ঠিক ২৪ ঘণ্টা আগে ডলার-সহ বিমানবন্দরে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১ কোটি ৮২ লক্ষ টাকা মূল্যের ডলার বাজেয়াপ্ত করা হয়। ডলার ব্যাংককে পাচারের চেষ্টা করে বলেই অভিযোগ। ওই তিনজন হাওড়া এবং উত্তরপ্রদেশের বাসিন্দা। ধৃত তিনজনেরই ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ বারাসত আদালতের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বিমানযাত্রীর ব্যাগ থেকে গুলি উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই জোর চাঞ্চল্য।
Hindustan TV Bangla Bengali News Portal