Breaking News

দেশবন্ধু যুব সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হল স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্য পরীক্ষা শিবির!

নিজস্ব সংবাদদাতা :- স্বাস্থ্যই সম্পদ | আর সেই স্বাস্থ্যকে ঠিক রাখতেই কেওটা দেশবন্ধু যুব সংঘ তাদের পচাত্তরতম বর্ষে আয়োজন করেছিল স্বাস্থ্য শিবিরের |অনেকেই নিজের অজান্তে বিভিন্ন মারণ রোগকে দেহে বাসা বেঁধে রাখতে সাহায্য করছে অনেক মানুষ | সেই উদ্দেশ্যে মানুষদের কথা মাথায় রেখে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করল দেশবন্ধু যুব সংঘ |

এই স্বাস্থ্য শিবিরে যেমন ছিল বিভিন্ন ডায়াগোনেস্টিক সেন্টার, তেমনি উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিশিষ্ট চিকিৎসক | ই.সি.জি থেকে লিপিট প্রোফাইল চোখ, দাঁত সমস্ত পরীক্ষাই শুধু নয়, বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা এখানে চেক আপ করানো হয় |

পাঁচশো জন মানুষ তাদের স্বাস্থ্য পরীক্ষা করেন এই শিবিরে | এর পাশাপাশি আরও জানা গেছে,সারা বছর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও সামাজিক বিভিন্ন সেবা মূলক কাজের সাথে যুক্ত থাকে দেশবন্ধু যুব সংঘ | দু’বছর করোনা মহামারির পরে এত বড় একটি স্বাস্থ্য শিবিরে নিজেদের সুস্থ রাখার অঙ্গীকারে মানুষের ভীড় ছিল চোখে পড়ার মতো |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *