Breaking News

এবার একশো দিনের কাজের বিকল্প ভাবনা মমতার সরকারের!কোন প্রকল্প আনতে চলেছে রাজ্য সরকার?

প্রসেনজিৎ ধর, কলকাতা :- দেশজুড়ে ১০০ দিনের কাজের প্রকল্পের টাকা আটকে রেখেছে মোদি সরকার বলে অভিযোগ । শুধুমাত্র এই খাতেই বাংলার বকেয়া প্রায় ৬ হাজার কোটি টাকা। কিছুদিন আগেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ যে বাজেট পেশ করেছেন সেখানে এই বকেয়া টাকা নিয়ে একটি শব্দও খরচ করেননি। তাই সেই বকেয়া আদৌ কোনওদিন মিলবে কিনা এখন তা নিয়েই প্রশ্ন জেগেছে নবান্নের অন্দরে। এই পরিস্থিতিতে হাত গুটিয়ে বসে নেই রাজ্য। গ্রামীণ এলাকার অদক্ষ শ্রমিকদের পর্যাপ্ত কাজের সুযোগ তৈরি করেতে বিকল্প প্রকল্পের কথা ভাবছে নবান্ন। সেই স্কিম বা প্রকল্প হবে রাজ্যের নিজস্ব। তবে সংশ্লিষ্ট বিভাগ ও দফতর থেকে ইতিবাচক সাড়া মিললেই শীর্ষমহলের সিলমোহর চাওয়া হবে। তখনই চূড়ান্ত হবে প্রকল্পের যাবতীয় পরিকল্পনা। আগামী ফেব্রুয়ারিতে বিধানসভায় বাজেট প্রস্তাব পেশ করবে রাজ্য সরকার। সব ঠিক থাকলে সেখানেই নয়া প্রকল্প প্রস্তাব আকারে সরকার পেশ করতে পারে বলে সূত্রের খবর।গ্রামীণ এলাকার অদক্ষ শ্রমিকদের পর্যাপ্ত কাজের সুযোগ তৈরি করে দিতে বিকল্প প্রকল্পের কথা ভাবছে নবান্ন। সেই স্কিম বা প্রকল্প হবে রাজ্যের নিজস্ব। সব ঠিক থাকলে আসন্ন বাজেটেই নয়া প্রকল্প প্রস্তাব আকারে সরকার পেশ করতে পারে বলে জানা গিয়েছে। এই ধরনের প্রকল্প যে রাজ্য সরকার চালু করতে পারে তার ইঙ্গিত কিন্তু আগেই দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি তিনি উত্তরবঙ্গে গিয়েছিলেন ও সেখানে হাসিমারায় এক সভা থেকে তিনি এই ১০০ দিনের কাজের টাকা আটকে রাখা নিয়ে মোদি সরকার ও বিজেপিকে তীব্র আক্রমণ শানেন।

সেই সঙ্গে এটাও বলেছিলেন, ‘হাজার বঞ্চনা হলেও বাংলা কারও কাছে হাত পাতবে না।’ কার্যত সেই ঘোষণার পরে পরেই রাজ্যের নানা মহলের অনেকেই মনে করছিলেন রাজ্য সরকার এবার ১০০ দিনের কাজের প্রকল্পের মতোই কোনও নতুন প্রকল্প আনতে চলেছে।সামনেই পঞ্চায়েত নির্বাচন। তাই দীর্ঘদিন ধরে ১০০ দিনের কাজ বন্ধ থাকায় এবং প্রাপ্য না পাওয়ায় মানুষের মধ্যে যে ক্ষোভ জমেছে সেটা ভোটবাক্সে পড়তে পারে। কেন্দ্রীয় সরকার টাকা না দেওয়ায় বিজেপির ভোট ধাক্কা খেতে পারে। আর তৃণমূল কংগ্রেস বিকল্প কিছু না ভাবলে ভোট কমতে পারে। তাই এই বিকল্প প্রকল্প ভেবেছে রাজ্য সরকার। আর রাজ্য সরকার নিজেই যদি বিকল্প একটি প্রকল্প বাস্তবায়িত করতে পারে তাহলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আর একটি মাস্টারস্ট্রোক হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *