দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এবার এসএসকেএমের চিকিৎসকরা পৌঁছে যাবেন গ্রামে গ্রামে। যার পোশাকি নাম হল ‘দুয়ারে পিজি’ কর্মসূচি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই পিজির চিকিৎসকদের গ্রামে গ্রামে গিয়ে পরিষেবা দেওয়ার কথা বলেছিলেন। সেই মতোই মঙ্গলবার থেকে দুয়ারে পিজি কর্মসূচি শুরু হয়েছে। এর ফলে জেলার মানুষরা আরও ভালো চিকিৎসা পরিষেবা পাবেন। সেখানে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করবেন চিকিৎসকেরা | এই কর্মসূচির মাধ্যমে আজ বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার দুদিন পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি দু’নম্বর ব্লকে শিবির করবেন এসএসকেএমের ৩৪ জন চিকিৎসক। এলাকার বাসিন্দারা চিকিৎসকদের কাছে চিকিৎসা করাতে পারবেন। মূলত যে ৩৪ জন চিকিৎসককে গ্রামে পাঠানো হয়েছে তারা সকলেই জুনিয়র ডাক্তার।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত জানুয়ারিতে এসএসকেএম হাসপাতালের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে জুনিয়র ডাক্তারদের গ্রামে গিয়ে পরিষেবা দেওয়ার বার্তা দিয়েছিলেন। সেই মতোই গ্রামে গিয়ে পরিষেবা দেইয়া শুরু করলেন পিজির জুনিয়র ডাক্তাররা।প্রসঙ্গত, গ্রামীণ হাসপাতালগুলির বিরুদ্ধে বহুবার রোগী রেফার করার অভিযোগ উঠেছে । পর্যাপ্ত হাসপাতাল পরিকাঠামো, চিকিৎসক না থাকার দরুণ গ্রামীণ হাসপাতালগুলি রোগী রেফার করতে বাধ্য হন বলে অভিযোগ । এর জন্য নতুন রেফার নীতি তৈরি করছে স্বাস্থ্য দফতর । গ্রাম বাংলার দিকে তাকিয়েই রেফার নীতি যে তৈরি হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী । সেখানেই কাজ শুরু এসএসকেএমের ।
Hindustan TV Bangla Bengali News Portal