Breaking News

দেওয়াল লিখনই হল কাল! ভোটের আগেই তৃণমূলের প্রস্তুতি নিয়ে তীব্র কটাক্ষ করল গেরুয়া শিবির

অভিষেক সাহা, মালদহ :-আর মাত্র একটা মাস, তারপরেই বাংলায় শুরু হবে বিধানসভা নির্বাচন। একুশের বিধানসভা নির্বাচনে বাংলা দখল করতে মরিয়া গেরুয়া শিবির তেমনি তৃতীয়বারের জন্য সরকার গঠনের জোর লড়াই শুরু করেছে শাসকদল তৃণমূল। দুই পক্ষই ইতিমধ্যে আটঘাট বেধেই ময়দানে নেমে পড়েছে, প্রতিদিনই চলছে দফায় দফায় মিটিং মিছিল। তাই একুশের নির্বাচনের ঘন্টা বাজার আগেই দেওয়াল লিখন করে এগিয়ে থাকতে চাইছে শাসক দল তৃণমূলও। এদিন মালদহের চাঁচল বিধানসভা এলাকায় একাধিক দেওয়ালে দেওয়াল লিখন করলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।

আর এই দেওয়াল লিখন নেই তীব্র কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির দাবি বহু আগে থেকেই বাংলা দখলের জন্য তারা নির্বাচনী ময়দানে নেমে পড়েছেন। বহু আগেই তারা চাঁচল বিধানসভা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় তারা ইতিমধ্যেই দেওয়াল লিখন করে ফেলেছেন। তাদেরই অনুসরণ করে শাসকদল তৃণমূল দেওয়াল লিখন করতে নেমেছে। এবার বাংলা পাল্টাবে এমনটাই দাবি করেন বিজেপির সাধারণ সম্পাদক দীপঙ্কর রাম। অন্যদিকে শাসকদল তৃণমূল এর দাবি তৃণমূল সব দিক দিয়ে এগিয়ে থাকে তাই ২০২১ এর বিধানসভা নির্বাচনে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এদিন দেওয়াল লিখনের মধ্য দিয়ে নির্বাচনের প্রচার শুরু করলেন শাসক দল তৃণমূল। একদিকে চাঁচল বিধানসভা কংগ্রেসের উবর জমিতে যেমন ঘাসফুল ফোটাতে মরিয়া শাসকদল তৃণমূল তেমনি অন্যদিকে গেরুয়া ঝড় তুলতে নির্বাচনী ময়দানে ঝাঁপিয়ে পড়েছে পদ্মফুল শিবিরও।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *