সঞ্জয় কাঁপরি, পূর্ব মেদিনীপুর :-আগামী ৭ ফেব্রুয়ারি পূর্ব মেদিনীপুর জেলায় আসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর আগের দিন অর্থাৎ ৬ই ফেব্রুয়ারি অভিষেক ব্যানার্জীর জনসভা। দু হাজার পনেরো সালে যেই মাঠে চড় খেয়েছিলো অভিষেক ব্যানার্জি ফের সেখানেই সভা করতে যাচ্ছেন যুবরাজ। ইতিমধ্যেই জোর কদমে চলছে সভা স্থলের প্রস্তুতি, অভিষেকের জনসভার আগে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে সভামঞ্চের সমস্ত প্রকার নিরাপত্তার কড়াকড়ি ব্যবস্থা করা হয়। কারণ এক সময় চন্ডিপুরে জনসভা করতে এসে মঞ্চে বক্তব্য রাখার সময় প্রকাশ্যে সপাটে চড় খেয়ে ছিলেন অভিষেক ব্যানার্জী। যে কারনে তাঁর দ্বিতীয় বার পূর্ব মেদিনীপুরে সভার প্রস্তুতিতে নিরাপত্তার আঁটোসাটো ব্যবস্থা করছে তৃণমূল নেতৃত্বরা।
কাঁথির দইসাইতে রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগামী ৬ ফেব্রুয়ারিতে সভার প্রস্তুতি ও মাঠ পরিদর্শন করলেন পূর্ব মেদিনীপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি ও জেলার প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন। এদিন জেলা যুব সভাপতি সুপ্রকাশ গিরি বলেন ইতিমধ্যেই আমরা সমস্ত দিক নজর রেখেছি সভাস্থল ঘুরে দেখছি পাশাপাশি আঁটোসাঁটো নিরাপত্তায় বেঁধে দেওয়া হয়েছে গোটা সভাস্থল, পাশাপাশি লক্ষাধিক মানুষ এই জনসভায় যোগ দান করবেন এমনটাই জানালেন সুপ্রকাশ গিরি।
Hindustan TV Bangla Bengali News Portal