প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাজ্যের মুখ্য তথ্য কমিশনার হিসাবে নিয়োগ করা হল প্রাক্তন ডিজি বীরেন্দ্রকে। শুভেন্দু অধিকারী এই বৈঠকে যোগ না দেওয়ায় তাঁকে বাদ দিয়েই ঠিক হয়ে গেল নতুন মুখ্য তথ্য কমিশনার। আজ, বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এই খবর জানালেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টাপাধ্যায়। বিরোধী দলনেতার অনুপস্থিতিতেই এই সিদ্ধান্ত নিতে হল। রাজ্য বাজেটের আগে বিধানসভায় মুখ্য তথ্য কমিশনার নিয়োগ নিয়ে বৈঠক ছিল। চলতি বছর ১৫ জন তথ্য কমিশনার পদে আবেদন করেছেন। আবেদনকারীদের মধ্যে কেউ প্রাক্তন আমলা। তো কেউ পুলিশকর্তা। পনেরো জনের মধ্যে চারজন অবশ্য বয়সজনিত কারণে বাদ চলে গিয়েছিলেন আগেই। বাকি ১১ জনের মধ্যে থেকে একজনকে তথ্য কমিশনার হিসাবে বাছাই করার কথা ছিল। কাকে তথ্য কমিশনার হিসাবে চূড়ান্ত হবে, তা নিয়ে আজ অর্থাৎ বুধবার দুপুর ১টায় বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে বৈঠক হয়।
প্রোটোকল মেনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তিনি সেই বৈঠকে শামিল হননি।ফলে বিরোধী ছাড়াই এদিন বৈঠক হয়। সেখানেই কমিশনার হিসেবে চূড়ান্ত হয় ডিজি বীরেন্দ্রর নাম। অর্থাৎ নতুন তথ্য কমিশনার হচ্ছেন বীরেন্দ্র। এ প্রসঙ্গে শুভেন্দু বলেন, “বৈঠক অবৈধ, এর আগেও দু’বার বৈঠক করেছে। রাজ্যপাল স্বাক্ষর করেননি। আমি আশা করব, এবারও রাজ্যপাল তথ্য কমিশনার নিযোগে স্বাক্ষর করবেন না। এই নিযোগের ক্ষেত্রে সর্বভারতীয় স্তরে বিজ্ঞাপন দিতে হয়। এক্ষেত্রে তা হয়নি।”এদিন বৈঠকে যোগ দেওয়ার আগে টুইটে শুভেন্দু লেখেন, ‘আমি রাজ্যের মুখ্য তথ্য কমিশনার নিয়োগের জন্য কমিটির বৈঠকে যোগদানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছি। কারণ, সংশ্লিষ্ট আবেদনগুলি নির্দেশিকা লঙ্ঘন করেছে। আর পূর্বনির্ধারিত প্রার্থীকে অনুমোদন করে দেওয়া হয়েছে।’ এমনকী এই বৈঠককে ‘প্রহসনমূলক প্রক্রিয়া’ বলে মন্তব্য করেন শুভেন্দু। এছাড়া একসপ্তাহ আগে হলেও অনেকেই হাতেখড়ি, জেভিয়ার্সের ধারাবাহিকতা দেখে চোখ বুজে বলে দিতে পারতেন, রাজভবনে ফাইল আটকে থাকবে না। কিন্তু সম্প্রতি নতুন যে পরিস্থিতি তৈরি হওয়ায় এখন দেখার রাজভবন সি বীরেন্দ্রর নামে সিলমোহর দেয় কিনা।
Hindustan TV Bangla Bengali News Portal