দেবরীনা মণ্ডল সাহা :- ভয়াবহ অগ্নিকাণ্ড শিলিগুড়িতে। একটি খাবারের হোটেলে আগুন লেগে মৃত্যু হল এক কর্মীর। সেইসঙ্গে হোটেল-সহ আরও দুটি দোকান আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ির সেবক রোডে। বৃহস্পতিবার গভীর রাতে সেবক রোডের কাছে একটি হোটেলে হঠাৎ আগুন দেখতে পান কিছু স্থানীয় বাসিন্দা। তড়িঘড়ি তারা হোটেলের আশেপাশের বাড়ি এবং হোটেল ও দোকানের মালিককে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন হোটেল ও দোকানের মালিক। পাশাপাশি, দমকল কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছন। তবে তার আগে আগুনে পুড়ে মারা যান ওই কর্মী।শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব ও মেয়র পারিষদ মানিক দে।জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে আচমকা কালো ধোঁয়ায় ঢেকে যায় শিলিগুড়ির সেবক মোড়ে হিলকার্ট রোড। প্রথমে স্থানীয়রা বিষয়টা বুঝে উঠতে পারেননি। কয়েক মুহূর্তেই নজরে পড়ে দাউ দাউ করে জ্বলছে একটি হোটেল। ভিতরে আটকে পড়েন হোটেলের এক কর্মী। প্রথমে স্থানীয়রাই উদ্ধার কাজে হাত লাগান। খবর দেওয়া হয় দমকলে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছন দমকলের আধিকারিকরা। তাঁদের বেশ কিছুক্ষনের চেষ্টায় আয়ত্তে আসে আগুন। তবে ঝলসে মৃত্যু হয়েছে আটকে পড়া কর্মীর। মৃতের নাম পরিমল দাস।সূত্রের খবর, পুড়ে ছাই হয়ে গিয়েছে হোটেল। সেই সঙ্গে পাশে থাকা বেশ কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। দমকলদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে।
এদিকে হোটেলের ভিতরে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে যায়। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।ঘটনার খবর পেয়ে শুক্রবার ঘটনাস্থল পরিদর্শনে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও মেয়র পারিষদ মানিক দে।এদিন ঘটনাস্থল পরিদর্শন করে গৌতম দেব জানান, অগ্নিকান্ডে এক কর্মীর মৃত্যু হয়েছে। হোটেলের পাশেই একটি চায়ের দোকান এবং একটি পানের দোকান ছিল। সেই দোকানগুলিতেও আগুন ছড়িয়ে পড়ে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তাছাড়া আগুনের কারণ জানার জন্য ফরেন্সিক করা হবে।
Hindustan TV Bangla Bengali News Portal