প্রসেনজিৎ ধর, কলকাতা :-বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল জনপ্রিয় বাম নেতা শতরূপ ঘোষের গাড়ি। খাস কলকাতায় বিপদের মুখে সিপিএম নেতা। জানা গিয়েছে শুক্রবার রাত ১০টা নাগাদ আলিপুর রোডের সিগন্যালে দাঁড়িয়ে ছিল শতরূপ ঘোষের গাড়ি। সেইসময় গাড়িতে শতরূপ না থাকলেও ছিলেন তার স্ত্রী এবং পরিবারের আরও সদস্য।
দুর্ঘটনায় শতরূপ ঘোষের গাড়ির সামনের দিকের অংশটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে, দুর্ঘটনার পরে অপর গাড়ির যাত্রীরা শতরূপ ঘোষের পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ। এই ঘটনার পরে শতরূপ ঘোষের পরিবারের সদস্যরা আলিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখছে আলিপুর থানার পুলিশ।শতরূপ ঘোষের অভিযোগ যে গাড়িটি ধাক্কা মেরেছে সেটি আইপিএস ওয়েলফেয়ার সোসাইটি অব ওয়েস্ট বেঙ্গলের গাড়ি। ধাক্কা মারার পর ওই গাড়ির চালক শতরূপের পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ। এরপরই লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা। শতরূপ ঘোষ বলেন, রাস্তায় চলতে গিয়ে এমন ঘটনা ঘটতেই পারে। ভুল হয়ে যায় অনেক চালকেরই। কিন্তু আইপিএসদের গাড়ি বলে এমন ব্যবহার কেন করা হল? সেই প্রশ্ন তুলেছেন শতরূপ।