দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বৃহস্পতিবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। তবে এবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা আগের তুলনায় কিছুটা কমেছে। কিন্তু কেন আচমকা ঝপ করে পরীক্ষার্থীর সংখ্যা কমে গেল তা নিয়ে নানা মহলে প্রশ্নটা উঠছিল। তা নিয়ে মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা কম হওয়া নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। ২৩ তারিখে শুরু হয়েছে এই বছরের মাধ্যমিক পরীক্ষা। এই বছর মোট পরীক্ষার্থী ছয় লক্ষ ৯৮ হাজার ৭২৪ জন। যদিও এই বিষয় এতদিন মুখ খোলেননি কেউই। এইবার এই বিষয়ে মুখ খুলেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গত বছর পরীক্ষা দিয়েছিলেন ১০ লাখ ৯৮ হাজার ৭৭৫ জন। এই বছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ৩৬ শতাংশ। মন্ত্রী জানিয়েছেন রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুযায়ী বয়সসীমা বেঁধে ভর্তি করার জন্যই এই বছর মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা অন্যান্য বছরের তুলনায় কম। মাধ্যমিক পরীক্ষার্থী কম হওয়ার ক্ষেত্রে অন্য কোনও কারণ নেই বলেই জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
এই বছর মাধ্যমিকে পরীক্ষার্থী কম হওয়া নিয়ে প্রশ্ন উঠেছে কোর্টে। এই বিষয়ে মন্তব্য করেছেন খোদ বিচারপতি নিজেও। পাশাপাশি বিরোধীরাও সরব হয়েছেন এই ইস্যুতে।এদিকে কোভিডের কারণে অথবা অন্য় কোনও কারণে ড্রপ আউট হয়ে যাওয়ার জেরে পরীক্ষার্থীর সংখ্যা কমে গিয়েছে বলেও বিভিন্ন মহলে দাবি করা হচ্ছিল। তবে এক্ষেত্রে জানানো হয়েছে, কোভিডটা ছাত্র সংখ্যা কমে যাওয়ার কোনও কারণ নয়। আসলে ২০১৩-১৪ ব্যাচে ক্লাস ওয়ানেই ছাত্র ভর্তি কম হয়েছিল। সেকারণে তারাই যখন এবার মাধ্যমিক দিতে আসছে তখন মোট পরীক্ষার্থীর সংখ্যা কম। তবে আগামী বছর ফের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্য়া বেড়ে যাবে। আগামী বছর প্রায় ১০ লাখ ছাত্র ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবে। কারণ ২০১৪-১৫সালে যারা ক্লাস ওয়ানে ভর্তি হয়েছিল তারাই আগামীবার মাধ্যমিক পরীক্ষা দেবে। সেক্ষেত্রে আগামী বছর ফের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যাটা বেশি হবে।
Hindustan TV Bangla Bengali News Portal