প্রসেনজিৎ ধর :- কড়াকড়ির মধ্যেই মাধ্যমিক পরীক্ষার হলে ঢুকতে গিয়ে ধরা পড়ল ভুয়ো পরীক্ষার্থী। বৃহস্পতিবার পরীক্ষার প্রথম দিন মুর্শিদাবাদের কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ের ঘটনা। অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। নির্বিঘ্নে পরীক্ষা শুরু হয়েছে ওই কেন্দ্রে।বৃহস্পতিবার সারা রাজ্যজুড়ে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। এদিনই কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ে এক ভুয়ো পরীক্ষার্থীর দেখা মিলল। জাল অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় শিক্ষকদের নজরে আসে সে। জিজ্ঞাসাবাদ করতে তার কথায় অসঙ্গতি মেলে। এরপর জাল অ্যাডমিট কার্ড-সহ ওই পরীক্ষার্থীকে কান্দি থানার পুলিশের হাতে তুলে দেয় স্কুলের শিক্ষক-শিক্ষিকারা।পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম আশিস বাগদী ।
বাড়ি খড়গ্রাম থানার গুয়াই গ্রামে। ঘটনার খোঁজখবর শুরু করা হয়েছে। ঘটনা প্রসঙ্গে কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভূমানন্দ সিংহ বলেন, “একজন পরীক্ষাকেন্দ্রে ঢোকার চেষ্টা করে। আমরা অ্যাডমিট পরীক্ষা করে দেখি গত বছরের অ্যাডমিট। সঙ্গে সঙ্গে পুলিশকে ডেকে তাদের হাতে তুলে দিই। হয়তো কাউকে বলেছিল, দেখ পুরনো অ্যাডমিট দিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকে পড়ব। আমরাও তো সতর্ক ছিলাম, তাই পারেনি।”এবছরের মাধ্যমিকে নতুন করে বেশ কিছু কড়াকড়ি করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে অভিভাবকদের প্রবেশ নিষিoদ্ধ করা হয়েছে। শিক্ষকরাই পরীক্ষার্থীদের পরীক্ষার হলে নিয়ে যাচ্ছেন। সঙ্গে এবার প্রতিটি পরীক্ষাকেন্দ্রে বাধ্যতামূলক হয়েছে সিসিটিভই। এখনো পর্যন্ত মাধ্যমিক পরীক্ষায় কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।