নিজস্ব সংবাদদাতা :- ২০২১ বিধানসভা নির্বাচনের আগেই দুই পক্ষে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কখনো বিজেপিকে নিশানা ছুড়ে কটাক্ষ করেছে তৃণমূল তো কখনো তৃণমূলকে নিশানা করছে বিজেপি। প্রতিদিনই দুই দলের কড়া মন্তব্যে ক্রমেই উত্তপ্ত হয়ে পড়ছে ভোট বাজার। ভোট বলে কথা একে অপরকে কথা শোনাবে না কটাক্ষ করবে না এমনটাও আবার হওয়ার নয়। তবে ভোট এগিয়ে আসতেই ক্রমেই ভাইরাল হচ্ছে বেশ কিছু নেতা মন্ত্রীর বক্তৃতা। প্রসঙ্গত, সেই তালিকায় এগিয়ে আছেন মদন মিত্র, অনুব্রত মন্ডল এবং বিজেপির দিলীপ ঘোষ। কিছুদিন আগেই কড়া মন্তব্যে অনুব্রত বলেছেন, “খেলা হবে”। ওমনি হিট সেই কথা, ইতিমধ্যেই কিনা সেই কথা রাজনীতির মাঠ ছাড়িয়ে ডিজে গান বাজল বিয়ে বাড়িতেও। ভাবছেন এমনটাও হতে পারে? সিউড়ির একটি বিয়ে বাড়িতে বৌভাতের অনুষ্ঠানে বাজানো হয় এই গান। এমনকি গানের তালে তাল মিলিয়ে উদুম নাচও করেছেন বিয়েবাড়ির অতিথিরা। আপাতত জানা গিয়েছে তৃনমূলের আইটি সেলের এক সদস্যর বিয়েতেই এই গানের আয়োজন করা হয়েছিল। শুধু বিয়েবাড়িই নয় অনুব্রতর এই কথা এতোটাই জনপ্রিয় হয়েছে যে ফেসবুক থেকে বাস্তব জগত কথায় কথায় মজা করে বীরভূমে অনেকেই বলছেন,খেলা হবে।
Hindustan TV Bangla Bengali News Portal