নিজস্ব সংবাদদাতা :- নিউ গড়িয়া থেকে দমদমই নয়, এবার মেট্রো পথে কলকাতার সঙ্গে জুড়তে চলেছে উত্তর শহরতলিও। কারণ নিউ ব্যারাকপুর থেকে বারাসত পর্যন্ত মাটির নিচ দিয়েই মেট্রো চলবে। যশোর রোড ধরে বিমানবন্দর থেকে নিউ ব্যারাকপুর পর্যন্ত মেট্রো লাইন পাতার জন্য রাস্তা অত্যন্ত ছোট আর সরু হওয়ার কারণে জমি অধিগ্রহণের প্রসঙ্গ আসে। অন্যদিকে এই বিষয় নিয়ে সমস্যা দেখা দেওয়ায় কিছুদিন আগেই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মেট্রো প্রকল্পের জমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যার প্রসঙ্গ নিয়ে আলোচনাও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। জায়গা ছোট এবং জমি অধিগ্রহণ নিয়ে সমস্যা থাকার কারনে এলাকায় মাটির নিচে দিয়েই মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। শেষপর্যন্ত সেই প্রস্তাবে সম্মতি দিয়েও দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আশা করা হচ্ছে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ মতে এবার শীঘ্রই কাজ শুরু হবে।