প্রসেনজিৎ ধর, কলকাতা :-সিভিক ভলেন্টিয়ারদের পদোন্নতির বিষয়ে বড় ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ, সোমবার নবান্নের বৈঠকে তিনি প্রশাসনিক কর্তাদের ইঙ্গিত দেন, সিভিক ভলেন্টিয়াররা ভাল কাজ করলে তাঁদের কনস্টেবল হিসাবে স্থায়ী চাকরি দেওয়া যায় কিনা সেটা খতিয়ে দেখতে স্বরাষ্ট্র দফতরকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।স্বরাষ্ট্র দফতর মুখ্যমন্ত্রীর অধীনেই রয়েছে। অর্থাৎ তাঁর দফতরই এ ব্যাপারে সুযোগ ও সম্ভাবনার পথ খতিয়ে দেখবে। তবে যে ইঙ্গিত সোমবার মমতা দিয়েছেন, তা প্রশাসনিক ও রাজনৈতিক ভাবে অর্থবহ বলে মনে করা হচ্ছে।বাংলায় এখন কয়েক হাজার সিভিক ভলেন্টিয়ার আছে। একুশের নির্বাচনের আগে এই সিভিক পুলিশদের উদ্দেশে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী খোঁচা দিয়ে বলেছিলেন, সিভিক ভলেন্টিয়ারদের বিয়ের জন্য পাত্রী পেতেও সমস্যা হয়। কারণ তাঁদের বেতন খুব কম। বিজেপি ক্ষমতায় এলে তাঁদের বেতন দ্বিগুণ করবে। বিজেপি ক্ষমতায় আসেনি।
সুতরাং দ্বিগুণ বেতন হচ্ছে না। বরং মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার ক্ষমতায় এসে তাঁদের স্থায়ী চাকরির কথা ভাবলেন।সূত্রের খবর, এদিন নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন, সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে যাঁরা ভাল কাজ করছেন এবং করবেন তাঁদের পুরষ্কার পাওনা। জেলার পুলিশ সুপার তাঁদের চিহ্নিত করবেন। এদিকে বহু কনস্টেবল পদোন্নতি পেয়ে অ্যাসিসট্যান্ট সাব ইন্সপেক্টর হয়ে যাচ্ছেন। সেখানে শূন্য পদে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে আসার কথা ভাবা হচ্ছে। তবে তাঁদের নিয়োগ ব্যবস্থা ও চাকরির শর্ত কী হবে সেটা সব খতিয়ে দেখবে স্বরাষ্ট্র দফতর। উল্লেখ্য, কলকাতায় সিভিক ভলেন্টিয়ার অনেকটাই বেড়েছে। জেলাতে ব্যাপক হারে রয়েছে সিভিক ভলেন্টিয়ার। নিরাপত্তা থেকে আইনশৃঙ্খলা রক্ষায় বড় ভূমিকা পালন করছেন তাঁরা। এমনকী ট্রাফিক নিয়ন্ত্রণ ও নাগরিক পরিষেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তাঁরা।
Hindustan TV Bangla Bengali News Portal