প্রসেনজিৎ ধর, কলকাতা :- সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে। সোমবার রাতেই অ্যাকাউন্টের ছবি এবং নাম বদলে যায়। সকাল সাড়ে ৮টা পর্যন্ত অ্যাকাউন্টটি ‘রিকভার’ করা যায়নি। পেজের নাম বদলে হয়েছে ‘যুগ ল্যাবস’, ছবিটি বদলে হয়েছে ইংরেজি অক্ষর ‘ওয়াই’ ও ‘এল’ সম্বলিত একটি লোগো। জানা গিয়েছে, দ্রুত অ্যাকাউন্টটি ‘রিকভার’ করার চেষ্টা চলছে। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের এই অ্যাকাউন্টটিতে ব্লু টিক রয়েছে। টুইটারে তৃণমূল ফলো করে ৬০ জনকে। এদিকে এই পেজের ফলোয়ার সংখ্যা ৬ লাখ ৪৯ হাজার। সোমবার রাতেই দেখা যায় তৃণমূল কংগ্রেসের টুইটার অ্যাকাউন্টের প্রোফাইল ছবি এবং নাম বদলে যায়। মঙ্গলবার সকাল ৯টা ২০ মিনিট পর্যন্ত অ্যাকাউন্টটি উদ্ধার করা যায়নি। ভারতের অন্যতম বড় দল, যারা কিনা একটি রাজ্যের ক্ষমতায় রয়েছে সেই তৃণমূল কংগ্রেসের টুইটার হ্যান্ডেল হ্যাক হয়ে যাওয়ায় শোরগোল পড়ে গিয়েছে।তৃণমূল কংগ্রেসের টুইটার হ্যান্ডেলটি ভেরিফায়েড। অ্যাকাউন্টটিতে ব্লু টিক রয়েছে। সোমবার রাতে ওই ঘটনার পর তৃণমূলের তরফে তড়িঘড়ি টুইটার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। টুইটার ইন্ডিয়ার তরফে যত দ্রুত সম্ভব অ্যাকাউন্টটি হ্যাকারদের কবল থেকে মুক্ত করা হবে বলে আশ্বাস দিয়েছে তৃণমূলকে।
তবে তৃণমূল কংগ্রেসের তরফে অ্যাকউন্ট হ্যাক হওয়ার বিষয়ে যদি পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে চায়, সে ক্ষেত্রে কলকাতা পুলিশে অভিযোগ জানাতে হবে বলে জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ। অন্যদিকে হ্যাক হয়ে যাওয়ার পর তৃণমূলের দলীয় অ্যাকাউন্ট থেকে হ্যাকাররা কোনও টুইট করেনি।রিপোর্ট অনুযায়ী, রাত দেড়টা থেকেই তৃণমূল কংগ্রেসের টুইটার অ্যাকাউন্টের নাম ও ছবি বদলে যায়। এই ঘটনার বেশ কয়েক ঘণ্টা অতিক্রান্ত হলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এই আবহে তৃণমূলের তরফে থেকে জানা গিয়েছে, অ্যাকাউন্ট রিকভার করতে টুইটার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। কে বা কারা, কী উদ্দেশ্যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছে তা এখনও স্পষ্ট নয়। তবে যে সংস্থার নাম ও লোগো বর্তমানে তৃণমূলের অ্যাকাউন্টে দেখা যাচ্ছে, সেটি আদতে মার্কিন ব্লকচেইন সংস্থা। ক্রিপ্টো লেনদের সঙ্গে যুক্ত এই সংস্থা। পাশাপাশি ডিজিটাল মিডিয়া সংক্রান্ত ব্যবসাও করে তারা।এদিকে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর কোনও ভুলভাল টুইট অবশ্য করা হয়েছে কি না, তা স্পষ্ট নয়। সকাল সাড়ে আটটায় দেখা যায়, পেজের শেষ টুইট ১১ ঘণ্টা আগে করা। দিদির সুরক্ষা কবচ সংক্রান্ত সেই টুইট।