Breaking News

অ্যাডিনো ভাইরাস উদ্বেগে বেলেঘাটা আইডিতে খোলা হবে ৫০ শয্যার শিশু ওয়ার্ড!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যে ক্রমে ভয়াবহ আকার ধারণ করছে অ্যাডিনো ভাইরাস। ইতিমধ্যে রাজ্যের বহু শিশু এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলার হাসপাতালে এই ভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে শিশুরা। সেইসঙ্গে বহু শিশুকে বিসি রায় হাসপাতালে রেফার করা হচ্ছে। ফলে চাপ বাড়ছে বিসি রায় হাসপাতালে। এই অবস্থায় বিসি রায় হাসপাতালের ওপর চাপ কমাতে বেলেঘাটা আইডি হাসপাতাল ৫০ শয্যার শিশু ওয়ার্ড খোলার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর।অ্যাডিনো ভাইরাসে সংক্রমণ বাড়ার ফলে শ্বাসযন্ত্রের সমস্যা নিয়ে বহু শিশুকে বিসি রায় হাসপাতালে রেফার করা হচ্ছে। বিশেষ করে অনেক শিশুকে জেলা হাসপাতাল থেকে এই হাসপাতালে রেফার করা হচ্ছে।

সেই কারণে বিসি রায় হাসপাতালের উপর চাপ কমাতে এই সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর। এ বিষয়ে আলোচনার জন্য স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের সভাপতিত্বে একটি বৈঠক হয়। বৈঠকে ছিলেন স্বাস্থ্য বিভাগের অন্যান্য আধিকারিকরা। বৈঠকে জেলার হাসপাতালগুলিকে শুধুমাত্র প্রয়োজনে রেফার করার নির্দেশ দেওয়া হয়েছে। অহেতুক রেফার করা যাবে না বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।রেফারের ফলে এক মাসেরও বেশি সময় ধরে হাসপাতালের ২৫ টি পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটের (পিআইসিইউ) শয্যা ভর্তি রয়েছে। যার মধ্যে ৫০ শতাংশ ক্ষেত্রে শিশুদের জেলা থেকে রেফার করা হয়েছে। বিসি রায় হাসপাতালের একজন আধিকারিক জানিয়েছেন, এই হাসপাতালের ওপর প্রচণ্ড চাপ বাড়ছে। জেলার হাসপাতাল থেকে বেশি করে শিশুদের এই হাসপাতালে রেফার করা হচ্ছে। প্রসঙ্গত, করোনা অতিমাতি চলাকালীন এই হাসপাতালের শিশুদের চিকিৎসা পরিষেবাকে অনেক উন্নত করা হয়েছে। তাই এই হাসপাতালে শিশুদের।রেফার করার ফলে চাপ বাড়ছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হাওড়া, হুগলি ও নদিয়া থেকে বেশি শিশুকে কলকাতায় রেফার করা হচ্ছে। তাদের মধ্যে বেশিরভাগ অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত শিশু।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *