Breaking News

নিশীথের কনভয়ে হামলা! ২ দিনের মধ্যে রাজ্যের কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় আরও চাপে রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছে আগামী ২ দিনের মধ্যে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব অবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশ বেঞ্চ জানিয়েছে, শুক্রবারের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে। আদালতে কেস ডায়েরিও জমা দিতে হবে। শুক্রবার বেলায় ফের শুনানি হবে।বুধবার এই মামলার শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সিবিআই তদন্তের দাবি জানান মামলাকারী শুভেন্দু অধিকারীর আইনজীবী। শুক্রবার দুপুর ১২টায় ফের শুনানি হবে এই মামলার।বুধবার শুভেন্দুবাবুর আইনজীবী সওয়াল করে বলেন, ‘রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর প্ররোচনায় পূর্বপরিকল্পনা অনুসারে নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে ইট, বোমা, এমনকী গুলি ছোড়া হয়েছে। লাঠি নিয়ে হামলা চালানো হয়েছে। যাতে নিশীথ প্রামাণিকের গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।

যে কোনও সময় সেখানে উপস্থিত যে কারও প্রাণহানি হতে পারত’।এদিন নিশীথের কনভয়ে হামলার ঘটনায় সিবিআই তদন্তের দাবি করে শুভেন্দুবাবুর আইনজীবী বলেন, ‘এই ঘটনায় এফআইআর করতে গেলে স্থানীয় থানা প্রথমে তা নেয়নি। উলটে ৪০ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে তারা। ফলে এই ঘটনার পুলিশি তদন্ত কখনও নিরপেক্ষ হতে পারে না। অবিলম্বে এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিক আদালত। সঙ্গে দিনহাটার বুড়িরহাট এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক।’এই মামলায় কেন্দ্রের আইনজীবী বলেন, ‘কেন্দ্রীয় মন্ত্রীকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারের। সেব্যাপারে সম্পূর্ণ ব্যর্থ তারা। এমনকী কেন এই ঘটনা ঘটল তার কোনও তদন্ত করেনি তারা। তাই আমরাও চাই এই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে দেওয়া হোক।গত শনিবার দিনহাটায় দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়ে তৃণমূলের হামলার মুখে পড়েন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক। এই ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে সোমবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *