প্রসেনজিৎ ধর :-পরকীয়া সম্পর্কে লিপ্ত হওয়ার অভিযোগ উঠল বিজেপি কর্মীর বিরুদ্ধে। ভিনধর্মী মহিলার সঙ্গে সহবাস করতে মাঝরাতে প্রেমিকার বাড়িতে হাজির আসতেন তিনি। এটাই প্রতিবেশীরা কয়েকদিন ধরে লক্ষ্য করে বুঝতে পারেন। আর তারপরই বুধবার মাঝরাতে পরকীয়ায় লিপ্ত যুগলকে হাতেনাতে ধরে ফেলেন গ্রামবাসীরা। তখন গ্রামের বাড়ি থেকে টেনে বের করে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। এই ঘটনা নিয়ে নদিয়ায় শোরগোল পড়ে গিয়েছে।নদিয়ার তেহট্টের চিলাখালির মুসলিম পাড়ার ঘটনা। সেখানকার এক বিজেপি নেতার ভাই পাড়ারই এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন বলে অভিযোগ। দুজনই বিবাহিত। দুজনেই স্বামী ও স্ত্রীকে ফাঁকি দিয়ে পরকীয়া চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ।
দুজনের সম্পর্ক নিয়ে পাড়ায় জোর চর্চাও ছিল। স্থানীয় সূত্রে খবর, ওই প্রেমী যুগলকে হাতেনাতে ধরার অপেক্ষায় ছিলেন তাঁরা।স্থানীয় সূত্রে খবর, রাত তিনটে নাগাদ ওই মহিলার স্বামী কাজে বেরিয়ে যান। গতকাল রাতেও তেমনটা হয়েছিল। সেই সুযোগে মহিলার ঘরে ঢোকেন ওই যুবক। উল্লেখ্য, অভিযুক্ত যুবকও বিজেপি কর্মী হিসেবে এলাকায় পরিচিত। এরপরই পাড়ার বাসিন্দারা বাড়ি থেকে দুজনকে টেনে বের করে আনেন। ল্যাম্পপোস্টে দুজনকে বেঁধে চলে গণপ্রহার। পরে পুলিশ এসে দুজনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে।গোটা বিষয়টি নদিয়ার তেহট্টের চিলাখালির মুসলিম পাড়ায় ঘটেছে। এখানের এক বিজেপি নেতার ভাই পাড়ারই এক মহিলার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক তৈরি করেন। দুজনেই বিবাহিত হওয়ায় সেই সম্পর্ক তরতর করে এগিয়ে যায়। দু’জনেই স্বামী–স্ত্রীকে ফাঁকি দিয়ে পরকীয়া চালিয়ে যাচ্ছিলেন বলে প্রতিবেশীদের অভিযোগ। দু’জনের সহবাসের সম্পর্ক নিয়ে পাড়ায় জোর চর্চাও তৈরি হয়েছিল। তখন থেকেই ওই যুগলকে হাতেনাতে ধরার অপেক্ষায় ওৎ পেতে ছিলেন তাঁরা। বুধবার মাঝরাতে সেই সুযোগ আসতেই প্রতিবেশীরা ঝাঁপিয়ে পড়েন।গ্রামের বাড়ি থেকে দু’জনকে বের করে এনে ল্যাম্পপোস্টে বেঁধে চলে গণপ্রহার। পুলিশ এসে দু’জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে।