Breaking News

ফেটেছে ফিশচুলা,তবুও মিলল না জামিন, ফের ১৪ দিনের জেল হেফাজতে অনুব্রত মণ্ডল!

দেবরীনা মণ্ডল সাহা :- গরুপাচার মামলায় জামিন মিলল না তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। শুক্রবার তাঁকে ভার্চুয়ালি আসানসোলের সিবিআই আদালতে পেশ করা হলে বিচারক তাঁর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। আগামী ১৭ মার্চ এই মামলার পরবর্তী শুনানি। যদিও এ দিন অনুব্রতর আইনজীবী তাঁর জামিনের আবেদন জানাননি। তবে অনুব্রতর শারীরিক সমস্যার কথা আদালতকে জানান।

তাঁর শারীরিক অবস্থা কথা শুনে জেল কর্তৃপক্ষকে ভালোভাবে চিকিৎসা করানোর নির্দেশ দিয়েছেন বিচারক।উল্লেখ্য, অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রার সম্ভাবনা নিয়ে জোর চর্চা চলছে রাজ্য রাজনীতিতে। দিল্লির রাইস এভিনিউ আদালত ইডিকে সম্প্রতি প্রশ্ন করেছিল, দিল্লি হাইকোর্টের কোনও স্থগিতাদেশ না থাকা সত্ত্বেও কেন এখনও অনুব্রতকে আদালতে পেশ করা হয়নি। এরপরই ইডির তরফে অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হয়। এদিকে দিল্লি যাত্রা ঠেকাতে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অনুব্রত মণ্ডল। এরই মধ্যে এদিন আসানসোল আদালতে যে মামলা চলছিল, সেই মামলার শুনানিতে ভার্চুয়ালি পেশ করা হয় বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতাকে। অনুব্রতকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে ভার্চুয়ালি পেশ করা হলে বিচারক তাঁকে জিজ্ঞেস করেন, ‘শরীর কেমন আছে?’ তখন অনুব্রত প্রথমে জানান, তিনি ভালো আছেন। পরে তাঁর শারীরিক অবস্থার কথা বিচারককে জানান। তিনি বলেন, ‘শরীর ভালো নেই। ফিসচুলার জন্য কষ্ট পাচ্ছি। ফিসচুলা ফেটে গিয়েছে। রক্ত বের হচ্ছে।’ অনুব্রতর কাছ থেকে এই কথা শোনার পর জেল কর্তৃপক্ষকে ভালোভাবে অনুব্রতর চিকিৎসা করার নির্দেশ দেন বিচারক।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *