দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নিয়োগ দুর্নীতি মামলায় আগেই তাঁর নাম জড়িয়েছে। ধৃত যুবনেতা কুন্তল ঘোষ সংবাদমাধ্যমের কাছে গোপাল দলপতির স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম প্রকাশ্যে এনেছেন। হৈমন্তীর নাম জড়ানোর পর সংবাদমাধ্যমের প্রতিনিধিরা তাঁর পৈতৃক বাড়িতে গেলেও কোনও খোঁজ পাননি। অবশেষে সংবাদমাধ্যমের কাছে ফোনের মাধ্যমে মুখ খুললেন হৈমন্তী। দুর্নীতির সঙ্গে কোনওভাবে জড়িত নই বলে জানালেন মডেল অভিনেত্রী। তবে তিনি কোথায় রয়েছেন তা জানাতে চাননি।প্রথমে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা ফোনে হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন। ফোনের অপর প্রান্ত থেকে ‘রহস্যময়ী’ হৈমন্তী দাবি করেন, ‘আমি কোনও ভাবেই এসবের সঙ্গে জড়িত নই। জানি না, কেমন করে দুর্নীতি হয়। কোনও ধারণাই আমার নেই। সব ভুল তথ্য দেওয়া হচ্ছে। আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি। গোপাল দলপতির সঙ্গে আমার কোনও আর্থিক লেনদেন নেই।’ সম্প্রতি হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের মা একই দাবি করেছিলেন, তাঁর মেয়ে দুর্নীতির সঙ্গে জড়িত নন।নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হন হুগলির যুব নেতা কুন্তল ঘোষ। তিনি গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায়ের স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম প্রকাশ্যে নিয়ে আসেন। অনেকে বলছেন নামটি ভাসিয়ে দেওয়া হয়েছে। সিবিআইও তদন্তে নেমে পড়ে। আর কুন্তল ঘোষ দাবি করেছিলেন, হৈমন্তীর কাছে রয়েছে নিয়োগ দুর্নীতির টাকা।
তখন থেকেই হৈমন্তীর কোনও খোঁজ নেই। তাঁর মা ও গোপাল দলপতি দাবি করেছিলেন, খুব শীঘ্রই সামনে আসবেন হৈমন্তী। তারপর বৃহস্পতিবার বেশি রাতে এক বন্ধুর মাধ্যমে হোয়াটসঅ্যাপ কলে যোগাযোগ করেন ওই মডেল–অভিনেত্রী।গত শুক্রবার হাওড়ার উত্তর বাকসাড়া এলাকায় হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের পৈতৃক বাড়ি। সেখানে সাংবাদিকরা গিয়ে তাঁর মায়ের কাছে হৈমন্তীর বিষয়ে জানতে চাইলে তখন তিনি বলেছিলেন ‘হৈমন্তী মরে গিয়েছে’। পরে ১৮০ ডিগ্রি ঘুরে তাঁর মেয়ে কোনও দুর্নীতির সঙ্গে জড়িত নয় বলে দাবি করেছিলেন। আর হৈমন্তী জানান, নিয়োগ দুর্নীতির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। সব ভুল তথ্য দেওয়া হচ্ছে। তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তবে এখনও তিনি কোথায় আছেন তা খোলসা করেননি।গোপাল দলপতির সঙ্গে তাঁর কোন আর্থিক লেনদেন নেই বলে দাবি করেছেন তিনি। উল্লেখ্য সম্প্রতি হৈমন্তী গঙ্গোপাধযায়ের মাও দাবি করেছিলেন তাঁর মেয়ে দুর্নীতির সঙ্গে জড়িত নন।