Breaking News

কুন্তলের একাধিক লেনদেনের হদিশ!নিয়োগ দুর্নীতিতে ইডির দফতরে হাজিরা বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তলের স্ত্রী জয়শ্রীর

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডি দফতরে হাজিরা দিলেন ধৃত কুন্তল ঘোষের স্ত্রী জয়শ্রী ঘোষ। বুধবার সকালে সিজিও কমপ্লেক্সে আসেন তিনি।এবার ইডির স্ক্যানারে ধৃত হুগলির বলাগড়ের যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের স্ত্রী জয়শ্রী ঘোষ । দুদিনের মধ্যে ব্যাঙ্কের সমস্ত নথি নিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে।যদিও বুধবারই বেলা সাড়ে ১১টা নাগাদ ইডি দফতরে হাজিরা দেন জয়শ্রী। এবার তাঁকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতির আরও গভীরে পৌঁছতে চাইছে ইডি। এর আগে সংবাদমাধ্যমের কাছে বারাসতের শিক্ষা ব্যবসায়ী তাপস মণ্ডল সম্পর্কে মুখ খুলেছিলেন জয়শ্রী। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে কুন্তল গ্রেফতার হওয়ার পর একাধিকবার লিখিত বিবৃতি দিয়ে জয়শ্রী তাপসের বিরুদ্ধে নানা অভিযোগ করেন।তিনি দাবি করেছিলেন,কুন্তলকে গ্রেফতার করার আগে তাঁদের যে ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছিল ইডি, সেই ফ্ল্যাটে দিনের পর দিন থাকতেন তাপস মণ্ডল। বিশেষত লকডাউনের সময় ওই ফ্ল্যাটে থেকে তাপস তাঁর কাজকর্ম চালাতেন বলেও দাবি করেছিলেন জয়শ্রী। ইডিকে সে বিষয়ে তদন্ত করার আর্জিও জানিয়েছিলেন তিনি।কুন্তলের বলাগড়ের বাড়িতে তল্লাশি অভিযানের সময় ইডি আধিকারিকরা তাঁর স্ত্রী জয়শ্রীকে জিজ্ঞাসাবাদ করেন। ইডির দাবি, তখনই তিনি অনেক প্রশ্নের জবাব এড়িয়ে গিয়েছিলেন। এবার সেই সব প্রশ্নের জবাব জানতে চায় ইডি। সূত্রের খবর, ওই দম্পতির আয়ের উৎস সম্পর্কেও জয়শ্রীর কাছে জানতে চাওয়া হয় ।

উল্লেখ্য নিয়োগ দুর্নীতি মামলায় যুবনেতা কুন্তল ঘোষকে আগেই গ্রেফতার করেছে ইডি। ইডি সূত্রের খবর, ২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত কুন্তলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মোট ৭৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা গিয়েছে। সেই সমস্ত বিষয়ে তথ্য জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে আরেক যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও। দুর্নীতিতে নাম জড়ানোয় মঙ্গলবার দুজনকেই দল থেকে বহিস্কার করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং শশী পাঁজা সাংবাদিক বৈঠক করে কুন্তল ও শান্তনুকে বহিস্কারের কথা জানান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *