প্রসেনজিৎ ধর, কলকাতা :- আইনজীবী সঞ্জয় বসুকে রক্ষাকবচ দিয়েছে হাইকোর্ট। সেই রক্ষাকবচের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গেল ইডি। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। ভুয়ো অর্থলগ্নির সংস্থার মামলার তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁকে হেনস্থা করছে বলে অভিযোগ তুলে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী সঞ্জয় বসুকে। বুধবার সেই মামলায় আদালত তাঁকে রক্ষাকবচ দেয়।
বুধবার বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে সঞ্জয় বসুর রক্ষাকবচের মামলার শুনানি ছিল। সেই শুনানি শেষে ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, ‘আদালতের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সঞ্জয়কে কোনও নোটিস দিতে পারবে না ইডি। তাঁর অফিস বা বাড়িতে তল্লাশি চালাতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমনকি, কোনও কিছু বাজেয়াপ্তও করতে পারবে না তারা।’ইডি-র নোটিসকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে দ্বারস্থ হন সঞ্জয় বসু। গ্রেফতারির অশঙ্কায় তিনি আগাম জামিনেরও আবেদন করেন। ইডি-র নোটিসে স্থগিতাদেশ জারি করে আদালত। হাইকোর্ট জানিয়ে দেন আদালতের পরবর্তী নির্দেশ ছাড়া তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারবে না ইডি। এমনকী তাঁর বাড়ি বা অফিসে তল্লাশিও করতে পারবে না। এই রক্ষাকবচের বিরুদ্ধের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী সপ্তাহে এই মমাল শুনানি হতে পারে শীর্ষ আদালতে।