দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পশ্চিমবঙ্গে দমকলের চাকরি দেওয়া নিয়েও দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি। এ ব্যাপারে তৃণমূলের তেহট্টের বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে অভিযোগ এনে একটি অডিয়ো ক্লিপ প্রকাশ্যে এনেছিল তারা। সোমবার সেই অভিযোগের ভিত্তিতে তাপসের বিরুদ্ধে মামলা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।সোমবার বিজেপি নেতা তথা আইনজীবী অরুণজ্যোতি তিওয়ারির অভিযোগের ভিত্তিতে এই অনুমতি দিয়েছেন হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যের পর এই নিয়ে আরও এক তৃণমূল বিধায়কের নাম জড়াল রাজ্যের সরকারি নিয়োগে অনিয়মের মামলায়। দু’দিন আগেই তাঁর বিরুদ্ধে চাকরিতে দুর্নীতির অভিযোগ উঠেছিল। অভিযোগ উঠেছিল তেহট্টের তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে। এই রাজ্যে আগেই স্কুল থেকে পুরসভার নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছিল। তাতে অনেকেই জেলে গিয়েছেন। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে দমকলের চাকরির ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তেহট্টের বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে একটি অডিয়ো ক্লিপ ভাইরাল হয়ে গিয়েছিল।
আর আজ, সোমবার এই অভিযোগের ভিত্তিতে তাপস সাহার বিরুদ্ধে মামলা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।এদিকে তৃণমূল কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন বিজেপির নেতা তরুণজ্যোতি তিওয়ারি। আজ, সোমবার বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি এই অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আর তার ভিত্তিতে এই মামলা করার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যের পর আরও এক বিধায়ক তাপস সাহার নাম জড়াল নিয়োগ দুর্নীতিতে।সোমবার আইনজীবী রাজাশেখর মান্থার দ্বারস্থ হন অরুণজ্যোতি। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে মামলা দায়ের করার অনুমতি চান। বিজেপি নেতা তথা আইনজীবীর আবেদনে সাড়া দেন বিচারপতি। মামলা দায়েরের আবেদন জানান আবেদনে অনুমতি দেন তিনি। আগামিকাল অর্থাৎ মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা। যদিও বারবারই নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।