প্রসেনজিৎ ধর, কলকাতা :- শহিদ মিনারে তৃণমূলের ছাত্র-যুব সমাবেশকে ঘিরে জটিলতা কিছুটা কাটল। সেনাবাহিনীর থেকে এই সমাবেশ করার অনুমতি মিলেছে। অনুমতির চিঠি হাতে আসার পর সভাস্থল পরিদর্শন করতে যান কলকাতা পুলিশের কর্তারা | তাঁদের সঙ্গে ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য।আর অনুমতি পাওয়ার পরই সভাস্থল পরিদর্শন করতে গেল উচ্চপদস্থ পুলিশবাহিনী। সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য।
সভামঞ্চ কীভাবে তৈরি হবে, দর্শকাসন কোথায় হবে, সবকিছু নিয়েই প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পুলিশকর্তারা। পুলিশ কর্তারা সভাস্থল পরিদর্শন করেন। ঘুরে দেখে আলোচনা করেন সভামঞ্চ কোথায় হবে, দর্শকাসন কোথায় হবে, নিরাপত্তার জন্য কী কী ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে প্রাথমিক ভাবে আলোচনা করে পুলিশকর্তারা।অভিষেকের সভা নিয়ে প্রশ্ন তুলেছিল সেনা। ২৯ তারিখের শহিদ মিনারের সভা নিয়ে প্রশ্ন তুলেছিল সেনা । ডিএ অবস্থানকারীরা যেহেতু অবস্থান করছেন। তাই তৃণমূলের সভা কী ভাবে হবে? কী পরিকল্পনা?এই নিয়ে প্রশ্ন তুলেছিল সেনা। সেই নিয়ে সেই সময়ে তৃণমূলের পক্ষ থেকে সেনার সঙ্গে কথাও বলা হয় তৃণমূল সূত্রে খবর মেলে, অনুমতি দেওয়ার ক্ষেত্রে আপত্তি নেই সেনার। আবার অন্য সূত্রে খবর পাওয়া যায় অনুমতি পেতে আদালতেও যাওয়ার কথাও ভাবছিল তৃণমূল৷ যদিও জল ততদূর গড়াল না৷