দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যে পঞ্চায়েত ভোট নিয়ে কোনও হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। অর্থাৎ পঞ্চায়েত ভোট নিয়ে সমস্ত নিয়ম মেনে যাবতীয় সিদ্ধান্ত এবার নিতে পারবে কমিশন। মঙ্গলবার একটি মামলার শুনানিতে এমনই জানিয়ে দিল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।পঞ্চায়েত নির্বাচন নিয়ে জনস্বার্থ মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেটা কার্যত খারিজ হয়ে গেল।এবার পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করবে রাজ্য নির্বাচন কমিশন। এখন পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হলেও কোনও সমস্যা নেই বলে আদালত সূত্রে খবর। ওবিসি সম্প্রদায়ভুক্ত মানুষজনের গণনার সিদ্ধান্ত নিয়ে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুধু অন্যান্য অনগ্রসর শ্রেণি সম্প্রদায়ভুক্ত মানুষের গণনার যে সিদ্ধান্ত রাজ্য নিয়েছিল, সেটা গ্রহণযোগ্য নয় বলে দাবি করেছিলেন শুভেন্দু। কিন্তু পৃথক পৃথকভাবে সম্প্রদায়ভুক্ত মানুষজনের গণনার জন্য আলাদা আলাদা নিয়ম থাকতে পারে না বলে মঙ্গলবারের শুনানিতে এই পর্যবেক্ষণ জানান প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।এদিন আদালত জানিয়ে দিয়েছে রাজ্যে পঞ্চায়েত ভোট কবে হবে সেটা রাজ্য নির্বাচন কমিশনই ঠিক করবে। সেখানে হস্তক্ষেপের প্রয়োজন নেই। আর আদালতের এই ঘোষণার দরুন রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে যে আইনি জট তৈরি হয়েছিল তা কার্যত কেটে গেল। নবান্ন সূত্রে খবর, আইনি জট কেটে যাওয়ায় এপ্রিম মাসের প্রথম দিকেই পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিতে পারে রাজ্য নির্বাচন কমিশন। ১ থেকে ৩ দফায় সেই ভোট হতে পারে মে মাসের প্রথম দিকেই।
১দিনে ভোট হলে ৭ মে সেই নির্বাচন হতে পারে।