দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- চলছে পবিত্র রমজান মাস। আজ পঞ্চম রোজা। এর মাঝেই মুসলিম শিক্ষক ও অশিক্ষক কর্মীদের জন্য বিশেষ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পবিত্র রমজান মাসে মুসলিম শিক্ষক ও অশিক্ষক কর্মীরা দুপুর ৩ টে ৩০ মিনিটেই স্কুল থেকে চাইলে বেরিয়ে যেতে পারেন। বিজ্ঞপ্তি জারি করে এমনই জানাল মধ্যশিক্ষা পর্ষদ।
তাতে বলা হয়েছে, অর্থদপ্তরের ২০১১ সালের ২ আগস্টের নির্দেশিকা অনুযায়ী এই অনুমতি দেওয়া হয়েছে। পর্ষদ অধীনস্থ সব স্কুলের মুসলিম সম্প্রদায়ের শিক্ষক ও শিক্ষাকর্মীরা এই বিশেষ সুবিধা পাবেন।রোজার সময় দিনভর উপবাস করেন মুসলিম সম্প্রদায়। নিয়ম অনুযায়ী, ভোরবেলায় সেহরির পর দিনভর রোজা রাখা হয়। বিকেলে ইফতারের মাধ্যমে উপবাস ভঙ্গ করেন তাঁরা। এবং ভারতে বেশিরভাগ ক্ষেত্রেই সাড়ে পাঁচটার পর ইফতার। তাই মুসলিম কর্মীদের স্বস্তি দিতেই এই নির্দেশিকা।এবার পবিত্র রমজান মাসের শুরুতেই শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটবার্তায় তিনি বলেন, ‘পবিত্র রমজান মাসের শুরুতে বিশ্বের সমস্ত মুসলিম ভাইবোনকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রার্থনা করছি, যাতে আমরা এমন একটি সমাজ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যেতে পারি, যে সমাজে দারিদ্র্যতা থাকবে না।’