Breaking News

স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সমস্যার সমাধানে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট গড়ছে রাজ্য!সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে

দেবরীনা মণ্ডল সাহা :-স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার হুঁশিয়ারি দিয়েছেন, কোনওভাবেই স্বাস্থ্যসাথী কার্ড প্রত্যাখ্যান করা যাবে না বা চিকিৎসার নামে বেশি টাকা তোলা যাবে না। তারপরেও স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ প্রায়ই শোনা যায়। বহু বেসরকারি নার্সিংহোমে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা পরিষেবা পেতে গিয়ে রোগী এবং রোগী পরিজনদের সমস্যায় পড়তে হয়। এই সমস্যার সমাধানে আরও তৎপর হল রাজ্য সরকার। এজন্য প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট (পিএমআই) গড়ার কথা ঘোষণা করল রাজ্য সরকার।সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষে এই পিএমইউ গড়ার কথা ঘোষণা করেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক। তিনি বলেন, ‘‘স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কিছু কিছু অভিযোগ আমরা শুনি। স্বাস্থ্যসাথী কার্ডের জন্য প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট গঠন করা হয়েছে।

স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যদি কেউ কোনও অভিযোগ করেন, তা হলে এই প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের মাধ্যমে সঙ্গে সঙ্গে যাতে সমস্যা প্রতিকার করা যায় বা সুরাহা হয়। সেই জন্য এই ইউনিট আগামী দিনে কাজ করবে।’’কী কাজ করবে এই প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট (পিএমআই)| প্রাথমিক কাজ স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা পরিষেবা পাওয়া নিয়ে সাধারণ মানুষকে যে নানা সমস্যার মুখে পড়তে হয়, সেই সব সমস্যা দ্রুত সমাধানের কাজ করবে এই বিশেষ ইউনিট। বেসরকারি হাসপাতালে বেড নেই বলে স্বাস্থ্যসাথী কার্ডধারীদের যেভাবে ফেরত পাঠানো হয় তা ঠেকাতে এবার খুব কঠোর মনোভাব নিচ্ছে। অনলাইন বা অফলাইন যেভাবেই হোক সাধারণ মানুষ কোনও অভিযোগ জানালে ওই ইউনিটের মাধ্যমে দ্রুত তার নিষ্পত্তি করা হবে। সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে দেওয়া হবে না।

আশা করা হচ্ছে এরপর স্বাস্থ্যসাথী কার্ডে মানুষের পরিষেবা পেতে আর কোনও সমস্যা হবে না।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *