Breaking News

নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা!সিবিআইকে তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

প্রসেনজিৎ ধর, কলকাতা :- কোচবিহারের দিনহাটায় সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় এবার সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। নিরপেক্ষ তদন্তের জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী। এই রায়কে স্বাগত জানিয়েছেন বিজেপি নেতৃত্ব। নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তাঁরা আগেই মামলা সংক্রান্ত নথি খতিয়ে দেখেন। এর পরই মঙ্গলবার হাই কোর্টের বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, নিরপেক্ষ তদন্তের স্বার্থে তদন্তের ভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়া হল।গত ২৫ ফেব্রুয়ারি দিনহাটার বুড়িরহাটে কেন্দ্রীয় মন্ত্রী তথা কোচবিহারের বিজেপি সাংসদের উপর হামলা চালানো হয়েছিল। এরপরই দিনহাটায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার ব্যাপারেও আবেদন করা হয়ে বিরোধীদের পক্ষ থেকে।সূত্রের খবর, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতেই এই রায় দিয়েছে আদালত।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সম্প্রতি নিজের সংসদ এলাকায় দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনভয়ে হামলার ঘটনার ছবি দেখে কার্যত শিউরে উঠেছিলেন অনেকে। এনিয়ে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছিল। পুলিশ গোটা ঘটনা নিয়ে তদন্ত চালাচ্ছিল। তবে এবার তদন্তভার যাচ্ছে সিবিআইয়ের হাতে। এদিকে অনেকের মতে, ঘটনার পর থেকেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ নানাভাবে সোশ্য়াল মিডিয়ায় সেই ঘটনার টুকরো ছবি তুলে ধরেছিলেন। বিজেপিকেও এই ঘটনায় নানাভাবে কটাক্ষ করেছিলেন তিনি। তবে এবার প্রশ্ন উঠছে সিবিআই তদন্তে নেমে কি মন্ত্রী উদয়ন গুহকেও ডেকে পাঠাবেন?এদিকে এর আগে গোটা ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা নিয়ে রাজ্য সরকারকে হলফনামা জমা দিতে বলেছিল আদালত। তবে এবার একেবারে সিবিআইয়ের হাতে দেওয়া হল তদন্তভার।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *