দেবরীনা মণ্ডল সাহা :- এবার অশান্ত রিষড়ায় যেতে গিয়েও পুলিশের বাধার মুখে পড়লেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার । সোমবার তাঁকে রিষড়ায় যেতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। গতকাল শিবপুর যাওয়ার সময়ের সুকান্তের গাড়ি পুলিশ বাধার মুখে পড়েছিল। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল, শিবপুরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
যদিও তারপরেও পুলিশি বাধা অমান্য করে উত্তেজনা প্রবণ এলাকায় গিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি। ঠিক তার পরের দিনই উত্তপ্ত রিষড়াতেও ঢুকতে চাইছেন সুকান্ত। সুকান্তর অভিযোগ, তাঁকে ইচ্ছা করেই বাধা দেওয়া হয়েছে। প্রতিবাদে রিষড়ার রাস্তাতেই বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন দলের কর্মী, সমর্থকরা। সেখানে যোগ দেন আরেক সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোও। বিজেপি কর্মীরা ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাঁধে।জানা গিয়েছে, সোমবার কোন্নগরের হাসপাতালে ভর্তি আক্রান্ত দলীয় বিধায়ককে দেখতে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। তারপর সেখান থেকে তিনি অশান্ত রিষড়ার পরিস্থিতি দেখতে সেখানে যাচ্ছিলেন। কিন্তু রিষড়া ঢোকার মুখে সিএস মুখার্জি রোড ও জিটি রোডের মাঝে তাঁর গাড়ি আটকায় পুলিশ। গাড়ি থেকে নামতে বাধা দেওয়া হয়। জানানো হয়, ১৪৪ ধারা জারি রয়েছে, তাই তিনি রিষড়ায় ঢুকতে পারবেন না। কিন্তু বিজেপি রাজ্য সভাপতির অভিযোগ, ”তৃণমূল সাংসদরা সেখানে যেতে পারছেন, আর আমাদের আটকানো হচ্ছে!”