দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সোমবার রাতে নতুন করে রিষড়ায় অশান্তি। এবার হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে আবেদন করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন শুভেন্দু। গোটা বিষয়টি খতিয়ে দেখে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। অতিরিক্ত হলফনামা জমা দিয়ে রিষড়ার অশান্তির কারণ বিবরণ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার হাওড়া, ডালখোলার অশান্তি নিয়ে হাইকোর্টে রাজ্যের রিপোর্ট তলব করেছিল ৫ এপ্রিলের মধ্যে। সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে হাওড়া এবং ডালখোলায় অশান্তি মামলার শুনানি হয়।
মামলাকারীর আইনজীবী দাবি করেন, “পুলিশের অনুমতি নিয়ে মিছিল হয়েছিল। ৩০ মার্চের ঘটনা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মিছিলে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে। পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না।”তারই মধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রিষড়া নিয়ে দ্বারস্থ হলেন। রাজ্যের কাছে অতিরিক্ত হলফনামায় এই সংক্রান্ত রিপোর্ট পেশের নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এদিকে, রিষড়ার ঘটনায় উদ্বিগ্ন রাজ্যপাল ইতিমধ্যেই কলকাতায় ফিরেছেন। শোনা যাচ্ছে, তিনি নিজে রিষড়া যেতে পারেন। সোমবারই এই ইস্যু নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু তারপর সোমবার রাতেই আরও বেশি উত্তেজনা ছড়ায় রিষড়া এলাকায়। মঙ্গলবার সকালে এই ইস্যুটি উল্লেখ করে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।সোমবার রিষড়ায় গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু তাঁকে ওই এলাকা পরিদর্শনে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। শুভেন্দু অধিকারী রিষড়ায় দাঁড়িয়ে বলেছিলেন, “আমরা রিপোর্ট পেয়েছি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও উত্তরপাড়ার চেয়ারম্যান গিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। আইনটা ওঁদের জন্য একরকম, বাকিদের জন্য অন্য রকম। কল্যাণবাবুরা তাঁদের নেত্রীর লাইনেই কথা বলেন। ১৪৪ ধারা যদি জারি থাকে, তাহলে সবার ক্ষেত্রেই আইনটা একইরকম হবে।”
Hindustan TV Bangla Bengali News Portal