Breaking News

রিষড়া কাণ্ডের জের!উদ্বিগ রাজ্যপাল,জি-২০ বৈঠক বাতিল করে তড়িঘড়ি কলকাতায় ফিরলেন রাজ্যপাল

প্রসেনজিৎ ধর, কলকাতা :- উত্তরবঙ্গের সফর কাটছাঁট করে কলকাতায় ফিরলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এমনটাই সূত্রের খবর । জি ২০ বৈঠক সংক্রান্ত সফর বাতিল করে মঙ্গলবারই উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফিরলেন তিনি। সূত্রের খবর, রিষড়া কাণ্ডের জেরেই সফর কাটছাঁট করলেন রাজ্যপাল। অপরাধকে কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলেও বার্তা দেন রাজ্যপাল। রাজভবন সূত্রে খবর, আগামিকাল বুধবার (৫ এপ্রিল) উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দেওয়ার পর কলকাতায় ফেরার কথা ছিল রাজ্যপালের। কিন্তু রিষড়াকাণ্ডের জেরে সেই কর্মসূচি তড়িঘড়ি বাতিল করে, মঙ্গলবার সকালে বাগডোগরা থেকে বিমানে কলকাতায় ফিরলেন তিনি | এখানে উল্লেখ্য, রিষড়ার সাম্প্রতিক ঘটনায় উদ্বিগ রাজ্যপাল। সূত্রের খবর, রাজ্য প্রশাসনের আধিকারিকদের সঙ্গে গতকাল ফোনে কথা বলেছেন রাজ্যপাল। পরিস্থিতির খবরাখবর নিয়েছেন তিনি। রাজ্যপাল এটাও বলেছেন, এই ধরনের কাজ যারা করেছে, তাদের ছাড় দেওয়া হবে না। সরকারি সম্পত্তি নষ্টের তীব্র নিন্দা করেছেন তিনি। সরকারি সম্পত্তি ধ্বংস করার জন্য তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদা করা হবে। কেন এই ধরনের ঘটনা বারবার ঘটছে, সেই নিয়ে তিনি রিপোর্ট তলব করেছেন বলে খবর। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের বক্তব্য, কলকাতায় ফিরে এই ঘটনা নিয়ে রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠকও করতে পারেন তিনি।রিষড়ায় ১৪৪ ধারাও জারি করা হয়।

তার মধ্যে সোমবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেখানে গেলে পুলিশ বাধা দেন। রিষড়ায় নতুন করে এই অশান্তির খবর শুনেই পাহাড় সফর কাটছাঁট করে ফিরলেন তিনি বলে সূত্রের খবর |উত্তরবঙ্গে থাকা রাজ্যপাল সেই ঘটনার উপর নজর রেখে চলছিলেন বলেই রাজভবন সূত্রে খবর। শিবপুরের পর রিষড়াতেও একই ধরনের গোলমালের ঘটনায় সোমবার রাতেই কলকাতায় ফিরে আসার সিদ্ধান্ত নেন আনন্দ বোস। সেই মতোই মঙ্গলবার সকালে কলকাতার উদ্দেশে রওনা হন তিনি। তাই মঙ্গল এবং বুধবারে তাঁর যাবতীয় কর্মসূচি বাতিল করা হয়েছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও জানিয়ে দেওয়া হয়েছে যে, জরুরি কারণে রাজ্যপালকে কলকাতায় ফিরে আসতে হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *