প্রসেনজিৎ ধর, কলকাতা :- পুলিশ নথি না দেওয়া কেন্দ্রীয়মন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর হামলার ঘটনার তদন্ত শুরু করা যাচ্ছে না। এ নিয়ে মঙ্গলবার আদালতের দৃষ্টি আকর্ষণ করল সিবিআই। নথি হাতে না পাওয়ায় তদন্তও শুরু করা যাচ্ছে না বলে আদালতে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই পুলিশের বিরুদ্ধেই আদালত অবমাননা মামলার অনুমতি চেয়েছে।এবার রাজ্য পুলিশের বিরুদ্ধে আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। রাজ্য পুলিশের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা ঠুকল তাঁরা।মঙ্গলবার বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে সিবিআই। তারপরই মামলার দায়েরের অনুমতি দেয় আদালত। স্বাভাবিক এই ঘটনায় রাজ্যের উপর যে চাপ বাড়বে বলে মনে করছে ওয়াকিবহাল মহল |মামলার শুনানিতেই রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে আদালত। ঘটনার দিন পুলিশ সুপার, জেলাশাসকের কী ভূমিকা ছিল তা জানতে সিবিআই তদন্তের আরজি জানানো হয়। শুনানি শেষে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্যকে রিপোর্ট পেশ করতে নির্দেশ দিয়েছিল। রিপোর্ট পেশ করে রাজ্য।
বিজেপির দাবিকে মান্যতা দিয়েই নিশীথ প্রামানিকের কনভয়ে হামলার ঘটনায় এদিন সিবিআই তদন্তের নির্দেশ দিল আদালত।কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর উপর হামলার ঘটনায় সিবিআইকে তদন্তভার দিয়েছিল কলকাতা হাইকোর্ট। প্রাক্তন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ বলে, নিরপেক্ষ তদন্তের জন্য সিবিআইকে দায়িত্ব দেওয়া হল। পুলিশকে সমস্ত নথি দেওয়ার নির্দেশ দেয় আদালত। মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে সিবিআই জানিয়েছে, পুলিশ তাদের কোনও নথি দিচ্ছে না। ফলে তদন্ত শুরু করা যাচ্ছে না। পুলিশের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার করার অনুমতি চায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ডিভিশন বেঞ্চ এই মামলা করার অনুমতি দিয়েছে। চলতি সপ্তাহে মামলার শুনানি হতে পারে।