দেবরীনা মণ্ডল সাহা :-‘মানুষের শান্তিতে বাঁচার পূর্ণ অধিকার আছে। যে কোনও মূল্যে সেই অধিকার রক্ষা করতে হবে।’ এমনই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। রামনবমীর শোভাযাত্রা ঘিরে হিংসার জেরে উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে শহরে ফিরলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সূত্রের খবর রিষড়ার ঘটনার জেরেই সফরে কাটছাঁট রাজ্যপালের। কলকাতা বিমানবন্দরে পৌঁছেই শান্তি বজায় রাখতে কড়া হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যপাল। বলেছেন, ‘ভয়ঙ্কয় প্রবণতা। এটা চলতে দেওয়া যায় না। অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ হবে। বাংলার মানুষ অনেক সহ্য করেছেন, আর নয়। বাংলার মানুষের শান্তিপূর্ণভাবে বসবাসের অধিকারী রয়েছে। যেকোনও মূল্যে শান্তি ফেরাতে হবে। দুষ্কৃতীদের কোনও মতেই ছাড় দেওয়া হবে না। ঐক্যবদ্ধভাবেই আমাদের সকলকে শান্তি বজায় রাখতে হবে।’এদিন বিমানবন্দর থেকেই সোজা রিষড়ায় পৌঁছে যান রাজ্যপাল। শুরুতেই চন্দননগরের কমিশনারের সঙ্গে কথা বলেন রাজ্যের সাংবিধানিক প্রধান। উল্লেখ্য, রাজ্যপাল পদের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনও ঘটনার প্রেক্ষিতে সেই জায়গায় গেলেন রাজ্যপাল।পুলিশ আধিকারিকদের পর রাজ্যপাল রেলের অফিসারদের সঙ্গে দেখা করেন। সোমবার রাতে নতুন করে ছড়ানো অশান্তির জেরে হাওড়া-বর্ধমান শাখায় রেল চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। আজ সকাল থেকে যদিও তা স্বাভাবিক হয়েছে। এই বিষয়টি নিয়ে রাজ্যপাল রেল আধিকারিকদের কাছে জানতে চান। তাঁরাও যা যা ঘটেছে, সব জানান। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কড়া বার্তা দেন রাজ্যপাল।
বলেন, ”দুষ্কৃতীদের কোনওভাবেই ছাড়া যাবে না। তারা আইন হাতে তুলে নেবে, তা মোটেই বরদাস্ত নয়। আমরা সবাই মিলে শান্তি প্রতিষ্ঠা করব। কেন্দ্র ও রাজ্যের আলাদা রাজনৈতিক কারণে যেন রাজ্যের মানুষ যেন অশান্তির মধ্যে না পড়েন।”এদিকে, রিষড়ার সাম্প্রদায়িক হিংসার ঘটনায় আহত পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষকে হিন্দমোটরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই নিয়ে ভিডিও টুইট করে রাজ্য সরকারকে আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে, রিষড়ার চার নম্বর রেলগেট এলাকায় সোমবার রাতে ফের হিংসা ছড়ায়। রেলগেটের কাছে পাথরবৃষ্টিতে একটি মিষ্টির দোকানে অ্যাসবেস্টস ছাউনি ক্ষতিগ্রস্ত হয়। কাচের বোতল, পাথর ছোড়া হয় বলে অভিযোগ। রেললাইনের পাথর ছোড়া হয় বলে অভিযোগ। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। হিংসার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে হাওড়া-ব্যান্ডেল শাখার ট্রেন চলাচল।
Hindustan TV Bangla Bengali News Portal