সঞ্জয় কাঁপরি,পূর্ব মেদিনীপুর:- আজ অধিকারীদের ‘খাসতালুক’ কাঁথিতে জনসভা সাংসদ তথা যুব তৃণমূলের রাজ্য সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের | শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর বিজেপির একাধিক সভা থেকে কোথাও নাম করে আবার কোথাও নাম না করে মুখ্যমন্ত্রী এবং তার ভাইপোর উপর টোপ দেগেছিলেন | তারও পাল্টা বক্তব্য শোনা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় | শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর এই প্রথমবার অধিকারী গড়ে পা রাখতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়|পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লোকসভা কেন্দ্রের দোইসাইতে আজ সভা অভিষেকের | হাইভোল্টেজ এই সভার আগে সভামঞ্চের প্রস্তুতি শেষ |জেলার বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যেই তৃণমূল কর্মী সমর্থকরা সভায় যোগদান করতে শুরু করে দিয়েছে | ১১৬ বি জাতীয় সড়কের ধারে কাঁথি শহর থেকে চার কিলোমিটার দূরে দইসাইয়ে শেষ পর্যায়ের মঞ্চ বাঁধার কাজ চলে | গোটা এলাকা তৃণমূল আর অভিষেকের ছবি দেওয়া ব্যানার-ফ্লেক্সে মুড়ে ফেলেছেন তৃণমূল কর্মীরা | প্রস্তুতির সঙ্গে যুক্ত কর্মীদের বারবার তল্লাশিও করছে সভার নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ পুলিশকর্মীরা | আর স্প্রে করে এলাকা জীবাণুমুক্ত করেছেন দমকলকর্মীরা | এই সভাকে ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে | শুধু দীর্ঘ ছ’বছর বাদে নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর শুভেন্দু অধিকারীর সঙ্গে অভিষেকের রাজনৈতিক দ্বৈরথ যখন চরমে, সেই সময় এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল |
Hindustan TV Bangla Bengali News Portal