Breaking News

রাত থেকেই চলছে চূড়ান্ত প্রস্তুতি, মালদায় আজ কৃষকদের সঙ্গে সহভোজে বসবেন জে.পি.নাড্ডা

নিজস্ব সংবাদদাতা :- উত্তর-পূর্ব ভারতে প্রথম মালদাতেই তৈরি হয়েছে আম গবেষণা কেন্দ্র, আজ সেই গবেষণাগার পরিদর্শন করবেন জে পি নাড্ডা। নদিয়ার নবদ্বীপের চটির মাঠে জনসভা করবেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এমনকি এদিন তিনি মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের জন্মস্থানও ঘুরে দেখবেন। আর রথযাত্রার সূচনার আগে আজ মালদার সাহাপুরের মাঠে কৃষকদের সঙ্গে সহভোজ করবেন নাড্ডা। ইতিমধ্যেই সাহাপুরের মাঠে এদিন সাড়ে ৩ থেকে ৪ লাখ চাষির জন্য মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়েছে। গতকাল ৩০ জন পুরুষ ও মহিলা রান্নার কাজে লেগে পড়েছেন, তাদের মধ্যে অনেকেই কৃষক। ক্ষেত থেকে তুলে আনা শাক সবজি সহযোগেই আজ মাটির সরায় নাড্ডাকে পরিবেশন করা হবে খিচুড়ি ও তরকারি। ইতিমধ্যেই এই গুরুত্বপূর্ণ সফর থেকে আর কী লাভ হবে সেই দিকেই তাকিয়ে আছে গোটা বাংলা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *