Breaking News

শনিবার,রবিবার শিয়ালদহ শাখায় বাতিল একাধিক ট্রেন, জেনে নিন বিস্তারিত!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-রক্ষণাবেক্ষণের জরুরি কাজের জন্য আগামী শনিবার রাত ১০টা ২০ মিনিট থেকে পরদিন সকাল ৮টা ২০ মিনিট পর্যন্ত শিয়ালদহ স্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধ থাকবে। ওই সময়ের মধ্যে শনিবার রাতে শিয়ালদহ থেকে একটি করে নৈহাটি, বনগাঁ, হাবড়া, ডানকুনি, কল্যাণী সীমান্ত এবং ব্যারাকপুর লোকাল বাতিল করা হচ্ছে। পরদিন, রবিবার সকালে শিয়ালদহ থেকে তিন জোড়া রানাঘাট লোকাল ছাড়াও বনগাঁ, হাবড়া, ডানকুনি, কল্যাণী সীমান্ত এবং ব্যারাকপুরের মধ্যে দু’জোড়া করে লোকাল ট্রেন বন্ধ থাকবে। এ ছাড়াও, শিয়ালদহ থেকে দত্তপুকুর, হাসনাবাদ, নৈহাটি, শান্তিপুর ও গেদের মধ্যে এক জোড়া করে লোকাল ট্রেন এবং একটি কৃষ্ণনগর লোকাল বন্ধ থাকবে।শুক্রবার পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহ ডিভিশনে একটানা ১০ ঘণ্টা ট্রেন বাতিল থাকবে। আগামী শনিবার ৮ এপ্রিল রাত ১০টা ২০ মিনিট থেকে থেকে রবিবার ৯ এপ্রিল সকাল ৮টা ২০ মিনিট পর্যন্ত শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন এবং দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনও। ওই ১০ ঘণ্টায় কিছু দূরপাল্লার ট্রেনের সময়সূচিও বদলানো হয়েছে। কিছু ট্রেনকে বিকল্প পথ দিয়ে নিয়ে যাওয়ারও পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছে পূর্ব রেল। এদিকে কুড়মি আন্দোলনের জের শুক্রবারও অব্যাহত ।

কুড়মি সম্প্রদায়ের আন্দোলনের জেরে খড়্গপুর ডিভিশনে গত কয়েক দিন ধরেই বাতিল করা হচ্ছে আপ এবং ডাউনের একাধিক ট্রেন। এদিনও দক্ষিণ-পূর্ব রেলের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। প্রায় ৬৯টি ট্রেন আজকে বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে বেশকিছু দূরপাল্লার ট্রেন সহ এক্সপ্রেস ট্রেনও।দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে শিয়ালদহমুখী পদাতিক এবং অজমের এক্সপ্রেস শনিবার কলকাতা স্টেশনে আসবে। ওই দু’টি ট্রেন শনিবার কলকাতা টার্মিনাল থেকেই ছাড়বে। এ ছাড়া, ওই দু’দিনের মধ্যে শিয়ালদহ অভিমুখে আসা গৌড়, দার্জিলিং মেল, পদাতিক, কাঞ্চনজঙ্ঘা, বালুরঘাট-মালদহ টাউন প্যাসেঞ্জার-সহ একাধিক ট্রেন তাদের নির্ধারিত সময়ের চেয়ে কয়েক ঘণ্টা পরে শিয়ালদহ অভিমুখে রওনা হবে। যাত্রীদের হয়রানির জন্য রেলের পক্ষ থেকে আগাম দুঃখপ্রকাশ করেছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।রেল সূত্রে আরও জানা গিয়েছে, রেললাইন রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই ট্রেন বাতিল করা হচ্ছে। একদিকে কুড়মি আন্দোলন আর একদিকে শিয়ালদহ ডিভিশনে লাইনেক রক্ষণাবেক্ষণের কাজের কারণে এই ট্রেন বাতিল যাত্রীদের দুর্ভোগ আরও বাড়ল বলেই মনে করছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *