প্রসেনজিৎ ধর :- রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্তির ঘটনা খতিয়ে দেখতে রাজ্যে এসেছে কেন্দ্রের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। বিজেপি শাসিত কেন্দ্র সরকারের এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম নিয়ে এবার কটাক্ষ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের বিরুদ্ধে সুর চরান রাজ্যের প্রশাসনিক প্রধান।হাওড়া ও রিষড়া অশান্তির পর রাজ্যে এসেছে কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিম। এদিন সাংবাদিক সম্মেলনে সেই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের তরফে বলা হয়, ‘রাজ্যের অবস্থা গণন্ত্রের পক্ষে উপযুক্ত নয়। সঠিক সময়ে পদক্ষেপ করেনি প্রশাসন। পুলিস-প্রশাসনের মধ্যে সমন্বয়ের অভাব ছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক স্বরাষ্ট্রমন্ত্রক ও জাতীয় মানবাধিকার কমিশনকে রিপোর্ট দেওয়া হবে’।
এদিন নবান্ন থেকে অ্যাম্বুল্যান্স পরিষেবার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠান শেষে মমতা বন্দোপাধ্যায় বলেন, ‘এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘এলাকা অশান্ত করতে এসেছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। এটা খায় না মাথায় দেয়? এটা কাঁচা লঙ্কা না লবডঙ্কা? সব ব্যাপারে হিউম্যান রাইটস, মহিলা কমিশন, চিলড্রেন কমিশন, মিডিয়া কমিশন।’ এদিন সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়েও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে নাম না করে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘মিডিয়াকে সকাল বেলা বলে দেয় এর খবর দেখাবে না। গণতন্ত্র কোথায়?’এদিন রামনবমীর মিছিলে অশান্তি পাকানো নিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ধর্মীয় মিছিলে অস্ত্র কেন নিয়ে যাবে, বন্দুক কেন নিয়ে যাবে। উন্মত্তের মত নৃত্য করেছে। মুঙ্গের থেকে লোক এনেছে। আমাদের এখানকার লোক দাঙ্গা করে না। মিলেমিশে থাকে। এদিন পুলিশের পাশেও দাঁড়ান পুলিশমন্ত্রী। তাঁর কথায়, ‘প্রথম দিকে ওরা এত অস্ত্র নিয়ে বেরিয়েছিল যে পুলিশ যদি দু’পক্ষকে আটকাত তা হলে অনেকে গুলিতে মারা যেতে পারত। সেই জন্য ১ ঘণ্টা ওরা ট্যাক্টফুলি খেলেছে।’
Hindustan TV Bangla Bengali News Portal