দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- একইদিনে দু’বার কলকাতা বিশ্ববিদ্যালয়ে সারপ্রাইজ ভিজিটে গেলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সোমবার সকালেই দিল্লি থেকে কলকাতায় ফেরেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবনে ঢোকার ঠিক মুখে সিদ্ধান্ত বদলে চলে যান কলকাতা বিশ্ববিদ্যালয়ে। কিন্তু সেই সময় উপাচার্যও পৌঁছননি বিশ্ববিদ্যালয়ে। ২০ মিনিট সেখানে থাকার পর রাজভবনে ফেরেন তিনি। সেখানে বেশ কিছু কাজ ছিল তাঁর। এরপর বেলা আড়াইটে নাগাদ ফের রাজভবন থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা হন তিনি।অর্থাৎ একই দিনে দুবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল। দ্বিতীয়বারের পরিদর্শনে বিক্ষোভের মুখে পড়েন আনন্দ বোস। রাজ্যপাল ক্যাম্পাসে ঢুকতেই গো-ব্যাক স্লোগান তোলেন AIDOS সমর্থকরা।সপ্তাহের প্রথম কাজের দিনেই যে রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ে আসবেন, সে খবর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এমনকি পুলিশের কাছেও ছিল না বলে জানা গিয়েছে। সপ্তাহের প্রথম কাজের দিনে সকাল ১১টা নাগাদ আচমকাই কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ প্রাঙ্গণে প্রবেশ করে রাজ্যপালের কনভয়। বিশ্ববিদ্যালয়ে পৌঁছে রাজ্যপাল উপাচার্য এবং রেজিস্ট্রারের সঙ্গে বৈঠক করেন। তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হয়, প্রাথমিক ভাবে তা জানা যায়নি। রাজভবনের তরফেও এই বিষয়ে মুখ খোলেনি |বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য আশিস চট্টোপাধ্যায় পরে এই প্রসঙ্গে জানান, রাজ্যপাল বিশ্ববিদ্যালয় পরিদর্শনে এসেছিলেন।
অন্য কাজ মিটিয়ে তিনি আবারও বিশ্ববিদ্যালয়ে আসার ইচ্ছাপ্রকাশ করেছেন। সোমবারই জাতীয় শিক্ষানীতির প্রস্তাবিত কাঠামো নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলির অধ্যক্ষদের সঙ্গে বৈঠকে বসার কথা উপাচার্যের। আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো না হলেও, সূত্রের খবর এই বৈঠকের শেষে উপস্থিত থাকতে পারেন রাজ্যপাল বোস। পদাধিকারবলে রাজ্যপাল রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য। তাই আচার্য হিসাবে তিনি যদি এই বৈঠকের শেষে উপস্থিত থাকেন, তবে তা তাৎপর্যপূর্ণ হবে বলেই মনে করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে খবর, রাজ্যপাল যখন বিশ্ববিদ্যালয়ে আসেন, তখনও উপাচার্য এসে পৌঁছননি। রাজ্যপাল প্রায় ৭ মিনিট অপেক্ষা করার পর উপাচার্য বিশ্ববিদ্যালয়ে পৌঁছন।সি ভি আনন্দ বোসের এই সারপ্রাইজ ভিজিট অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজ্যের শিক্ষামহল।