Breaking News

বাংলা নববর্ষে দক্ষিণেশ্বরে অমিত শাহ, সাধারণ পূণ্যার্থীদের ভোগান্তির আশঙ্কা!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আগামী ১৪ এপ্রিল বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । ওইদিন বীরভুমের সিউড়িতে জনসভা করার কথা রয়েছে তাঁর। অনুব্রতহীন বীরভূমে সভা করার পরদিন শনিবার, ১৫ এপ্রিল নববর্ষের দিন দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আর ওইদিন বিজেপির অন্যতম শীর্ষ নেতৃত্বের দক্ষিণেশ্বর মন্দির দর্শনে কড়া নিরাপত্তার জেরে সাধারণ পূণ্যার্থীদের ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে।

কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরে শাহের যাত্রার জেরে সাধারণ মানুষের কথা ভেবে এদিনই দুর্ভোগের আশঙ্কায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, “সাধারণ মানুষকে বিরক্ত করতে আসছেন শাহ। ওই সময় দক্ষিণেশ্বর মন্দিরে বেশি ভিড় থাকে। সেখানে যখন-তখন হাই-সিকিউরিটির মধ্যে থাকা কেউ যদি চলে যান, তখন তো সাধারণ মানুষের বিপদ।” কুণালের কথায়, “তাঁর ক্ষেত্রে ব‌্যাপারটা লোক দেখানো বেশি। পুজো দেওয়ার হলে অন‌্য সময়ও এসে দিতে পারেন। তবে অনেক সময় মায়ের কাছে পুজোর ফুলও দিতে হয়। আবার বলির জন‌্য অন‌্য জিনিসও যায়!”কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর সফর ঘিরে ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে তৎতপরতা শুরু করা হয়েছে। ইতিমধ্যে মঙ্গলবার দক্ষিণেশ্বর মন্দির পরিদর্শন করেছেন নিরাপত্তাকর্মীরা। পাশাপাশি ওইদিন খতিয়ে দেখা হয়েছে বীরভূমের সিউড়িতে অমিত শাহের সভাস্থলও। এমনিতে নববর্ষের দিন দক্ষিণেশ্বর মন্দিরে ভিড় বেশি থাকে অন্যান্য দিনের থেকে। আর সেই দিন অমিত শাহের মন্দির পরিদর্শনের ফলে নিরাপত্তার কড়াকড়ি থাকবে। যার ফলে সাধারণ পূণ্যার্থীরা ভোগান্তির মুখে পড়তে পারেন বলে আশঙ্কা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *