দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিয়ে ১৮ তারিখ জেলাশাসকদের নিয়ে বৈঠক ডাকল রাজ্য নির্বাচন কমিশন। জেলা শাসকদের নিয়ে ভার্চুয়ালি বৈঠকে বসতে চলেছেন। বুথের খসড়া নিয়ে আলোচনা হতে পারে। এমনটাই জানা যাচ্ছে। সূত্রের খবর, আগামী ২৫ এপ্রিলের মধ্যে চূড়ান্ত তালিকা তৈরি করে ফেলতে হবে। তবে কী মে মাসেই হবে পঞ্চায়েত নির্বাচন! প্রশ্ন মাথাচাড়া দিতে শুরু করেছে।সূত্রের খবর, আগামী ১৮ তারিখ সমস্ত জেলাশাসকদের বৈঠকে ডাকা হয়েছে। কমিশনের কর্তারা ওইদিন জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন। আলোচনা হতে পারে বুথের খসড়া তালিকা নিয়ে। এরপর ২৫ এপ্রিলের মধ্যে চূড়ান্ত তালিকা প্রস্তুত করতে হবে। বুধবার নবান্ন থেকে জেলাশাসকদের সঙ্গে পঞ্চায়েতের প্রস্তুতি নিয়েই ভারচুয়াল বৈঠক করেছিলেন মুখ্যসচিব। এছাড়া আগামী ২৬ তারিখ মুখ্যমন্ত্রী সমস্ত দপ্তরের মন্ত্রী ও সচিবদের ডেকেছেন পর্যালোচনা বৈঠকের জন্য। কোন কোন কাজ বাকি, কেন বাকি সেসব নিয়ে আলোচনা হতে পারে ওই বৈঠকে। ফলে সবমিলিয়ে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে সর্বস্তরে। আর তাতেই জল্পনা উসকে উঠছে, তবে কি মে মাসেই হবে পঞ্চায়েত ভোট |
৩০ এপ্রিল পর্যন্ত ‘দুয়ারে সরকার’ শিবির থেকে মিলবে সরকারি পরিষেবা। ফলে এ মাসে ভোট ঘোষণা হওয়া সম্ভব নয়। এদিকে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, পঞ্চায়েত ভোটে বুথ নিয়ে যে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল, তা নিয়ে কারও কোনও আপত্তি বা অভিযোগ থাকলে, তা ১৭ এপ্রিলের মধ্যে জানাতে বলা হয়েছে। ২৫ এপ্রিলের মধ্যে অভিযোগ নিষ্পত্তি করে তালিকা পাঠানোর কথা বলা হয়েছে। ওয়াকিবহাল মহলের ধারণা, মে মাসের শেষের দিকে নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা না হলেও জুন মাসেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে কমিশন।
Hindustan TV Bangla Bengali News Portal