প্রসেনজিৎ ধর :- কুপিয়ে খুন সাত বছরের এক শিশুকে। শিশুকে বাঁচাতে গিয়ে আহত শিশুটির মা ও প্রতিবেশী এক মহিলা। অভিযোগের তীর অপর এক প্রতিবেশীর দিকে। ঘটনাস্থলে ইকোপার্ক থানার পুলিশ। বৃহস্পতিবার বিকেলে নিউটাউনের শুলংগুড়ি অঞ্চলের বাসিন্দারা চিৎকার শুনে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। তারা এক শিশু, শিশুর মা ও আরেক প্রতিবেশী মহিলাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন।কুপিয়ে খুন সাত বছরের এক শিশুকে। শিশুকে বাঁচাতে গিয়ে আহত শিশুটির মা ও প্রতিবেশী এক মহিলা। অভিযোগের তীর অপর এক প্রতিবেশীর দিকে। ঘটনাস্থলে ইকোপার্ক থানার পুলিশ।জানা গিয়েছে, শুলুংগুড়ির ঘোষপাড়ায় লক্ষ্মণ কুমার পোদ্দার নামে এক যুবকের সঙ্গে প্রতিবেশী ওই শিশুর পরিবারের অশান্তি চলছিল। বৃহস্পতিবার দুপুরে ঝগড়াঝাঁটির চলছিল উভয়ের মধ্যে। অভিযোগ, মাথা গরম করে লক্ষ্মণ নামে ওই যুবক বছর সাতের শিশুকে চপার দিয়ে কোপাতে থাকে। তাকে বাধা দিতে গিয়েছিলেন শিশুর মা।
তিনিও চপারের আঘাতে জখম হন। ছুটে যান আরেক মহিলা। তিনিও জখম হন। এমন রক্তারক্তি কাণ্ড দেখে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। দিব্যাংশু প্যাটেল নামে ৭ বছরের ওই শিশুকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন সকলে। কিন্তু ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শিশুর মা ও প্রতিবেশী এক মহিলা গুরুতর জখম। তাঁদের শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁরা সেখানেই চিকিৎসাধীন। ঘটনার পর থেকে ঘাতক লক্ষণ কুমার পলাতক। তার খোঁজে চলছে তল্লাশি। পুলিশের প্রাথমিক অনুমান, দুই প্রতিবেশী ভাড়াটিয়ার অশান্তির জেরে এই ঘটনা। ঘটনার তদন্তে নেমেছে ইকো পার্ক থানার পুলিশ | পুলিশের প্রাথমিক অনুমান, দুই প্রতিবেশী ভাড়াটিয়ার অশান্তির জেরে এই ঘটনা। ঘটনার তদন্তে নেমেছে ইকোপার্ক থানার পুলিশ। এখনও পর্যন্ত খুন করার সঠিক কারণ জানা যায়নি। এই শিশু খুনের ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তদন্তের স্বার্থে পলাতক প্রতিবেশীর ঘর শিল করে দিয়েছে পুলিশ।
Hindustan TV Bangla Bengali News Portal